প্রাক্তন নাগা চৈতন্য ব্যস্ত স্ত্রী শোভিতা ধুলিপালাকে নিয়ে। অন্যদিকে সামান্থা রুথ প্রভুও বসে নেই। গুঞ্জন চলছে দক্ষিণী এই তারকা নতুন প্রেমে মজেছেন। এবার সামনে আনলেন সেই প্রেমিককে! ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সম্প্রতি বক্স অফিসে সফলতা পেয়েছে সামান্থার নতুন সিনেমা শুভম। নিজের প্রযোজিত ছবির সাফল্যে উচ্ছ্বসিত সামান্থা সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন একগুচ্ছ ছবি। যেখানে ছবির পরিচালক রাজ নিদিমারুর কাঁধে মাথা রেখে পোজ দিতে দেখা গেছে সুপারস্টারকে।
_20250515_130009773.jpg)
নিদিমারুর কাছে সামান্থাকে মাথা রাখতে দেখেই চুলছে জোর গুঞ্জন। কেননা বছর খানেক ধরে বিখ্যাত এই পরিচালকের সঙ্গে সামান্থার প্রেমের গুঞ্জন চলছে। যা উস্কে দিয়েছিলেন অভিনেত্রী নিজেই।
সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন সামান্থা। সেখানে দেখা যায় নিদিমারুকেও। ওই ছবিগুলোর ক্যাপশনে সামান্থা লিখেছিলেন, “পথটা অনেক লম্বা ছিল। এখন আমরা এখানে। নতুন শুরু।”

অনেকে ধরে নেন ছবির মাধ্যমে সম্পর্ককে সিলমোহর দিলেন নায়িকা। যদিও অভিনেত্রী নাকি জানিয়েছেন, এই নতুন শুরুর অর্থ প্রযোজক হিসেবে কাজ করা। আপাতত প্রেমে নেই তিনি। তবে সেসবের ধার ধারছেন না নেটিজেনরা। নিদিমারুর কাঁধে সামান্থাকে কাধে মাথা রাখতে দেখে তারা মনে করছেন প্রেমিককে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।
২০১৭ সালে রূপকথার বিয়েতে সাত পাকে বাঁধা পড়েছিলেন সামান্থা ও নাগা চৈতন্য। হিন্দু মতে দুই তারকার বিয়ে তো হয়েছিলই। পরে খ্রিস্টান মতেও বিয়ে হয় তাদের। সামান্থা সোশ্যাল মিডিয়ায় পদবী বদলে আক্কিনেনি করার সঙ্গে সঙ্গে নেটপাড়ায় ঝড় ওঠে। কিন্তু সুখ দীর্ঘস্থায়ী হয়নি।

বিয়ের ঠিক চার বছর পর সামান্থা নেটিজেনদের আভাস দেন নাগার সঙ্গে তার সম্পর্কে চিড় ধরেছে। প্রথমে পদবী থেকে আক্কিনেনি সরিয়ে দেন তিনি। এরপরই আলাদা হয়ে যায় এই জুটি।

