দিয়াশলাই এক ঘষাতেই নাকি সবার আগুন জ্বলে না! কিন্তু দক্ষিণী তারকা সামান্থা প্রভুর বিষয়টা একেবারে আলাদা। ইন্ডাস্ট্রিতে তিনি যেখানে হাত দিয়েছেন, সেখানে সোনা ফলেছে। আর সেকারণে তিনি এখন সেখানকার দ্বিতীয় সর্বোচ্চ আয় করা নায়িকা। যেকোনো সময় তালিকার প্রথমে চলে আসতে পারেন তিনি।
এক যুগের বেশি সময় ধরে সিনেমায় পথচলা সামান্থার। অভিনয় করেছেন একাধিক ব্যবসাসফল সিনেমায়। অভিষেক হয়েছে বলিউডে। অভিনয় দক্ষতা আর নিপুণ সংলাপ বলার ধরন তাকে নিয়ে গেছে কাঙ্ক্ষিত লক্ষ্যে।
বিজ্ঞাপন
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সিনেমাভেদে সামান্থা তিন থেকে পাঁচ কোটি রুপি পারিশ্রমিক নেন। মূলত, সিনেমা ও প্রযোজনা প্রতিষ্ঠান বিবেচনায় পারিশ্রমিক নির্ধারন করেন তিনি।
সম্প্রতি বক্স অফিস মাতানো ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় আইটেম গানে কোমর দুলিয়েছেন সামান্থা। পর্দায় খোলামেলা অবতারে হাজির হয়েছিলেন তিনি।
শোনা যাচ্ছিল, এই গানে পারফর্ম করতে দেড় কোটি রুপি নিয়েছেন। পরে খবর বের হয়, পাঁচ কোটি রুপি পারিশ্রমিক হাঁকিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
গত বছর ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হয় সামান্থার। মনোজ বাজপেয়ী পরিচালিত ‘দ্য ফ্যামিলি ম্যান-২’ ওয়েব সিরিজটি প্রকাশ পেয়েছিল অ্যামাজন প্রাইমে।
সিরিজটিতে একজন শ্রীলংকান তামিল বিদ্রোহীর চরিত্রে অভিনয় করেছিলেন সামান্থা। চরিত্রটিতে তার অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শক। পাশাপাশি তুমুল বিতর্কের মুখে পড়েছিলেন তিনি। অভিযোগ উঠেছিল, এ অভিনেত্রী তামিল ভাবাবেগে আঘাত হেনেছেন। বিতর্কের মুখে ক্ষমাও চাইতে হয় তাকে।
আরএসও

