শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সামান্থার ক্যারিয়ার শেষ বলে ধারণা পরিচালকের

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৩, ০২:১৮ পিএম

শেয়ার করুন:

সামান্থার ক্যারিয়ার শেষ বলে ধারণা পরিচালকের

একের পর এক ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন এই দক্ষিণি তারকা সামান্থা রুথ প্রভু। সে ‘পুষ্প’ ছবির আইটেম ডান্সই হোক বা ‘দ্য ফ্যামিলি ম্যান’র বোল্ড চরিত্র, ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিলেন তিনি। এরপর থেকেই একে একে ভালো চরিত্র তার ঝুলিতে আসতে থাকে। যা থেকে ভালো আয়ের পরিকল্পনা করে থাকেন প্রযোজকেরা। তবে এ কী? সামান্থার শেষ মুক্তি পাওয়া কয়েকটি ছবিতে তেমন কোনো ফল চোখে পড়ল না! সদ্য মুক্তি পাওয়া ‘শকুন্তলম’ বক্স অফিসে সেভাবে কোনো প্রভাবই ফেলতে পারেনি। এর আগে মুক্তি পায় সামান্থার ছবি যোদ্ধা। সেই ছবিও খুব একটা ভালো ফলাফল করতে পারে না। যার ফলে এবার রীতিমতো কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেত্রী সামান্থা প্রভুকে।

সম্প্রতি ‘শকুন্তলম’ ছবির বক্স অফিস ফলাফল দেখে এবার বেজায় চিন্তার ভাঁজ ভক্তদের কপালে। ৬৫ কোটি রুপি বাজেটের ছবি চার দিনের চেষ্টায় ঘরে ১০ কোটিও তুলতে পারেনি। যার ফলে প্রশ্নের মুখে এখন সামান্থার ফ্যানবেজ থেকে শুরু করে ক্যারিয়ার। আর এই প্রশ্ন তুললেন, দক্ষিণি পরিচালক চিত্তবাবু। তার কথায়, একজন স্টার হিসেবে সামান্থার ক্যারিয়ার শেষ। বর্তমানে খুব নিম্নস্তরে ছবির প্রমোশন করছেন সামান্থা। বিবাহ বিচ্ছেদের পর তিনি ও ওয়ান্টামা আইটেম ডান্স করেন।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, সামান্থা এই আইটেম ডান্স করেছিলেন কেবল তার খরচ তোলার জন্য। অভিনেত্রী হিসেবে পরিচিতি হারানোর পর তিনি এখন যা পাচ্ছেন তাই করছেন। অভিনেত্রী হিসেবে তার ক্যারিয়ার শেষ। আর কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবেন না সামান্থা। এবার তিনি যা পাচ্ছেন, সেই প্রস্তাবই গ্রহন করা উচিত তার।

যদিও ট্রলিংকে খুব একটা গুরুত্ব দিতে পছন্দ করেন না সামান্থা। তিনি অসুস্থ শরীরেই ছবির প্রচারে ব্যস্ত ছিলেন। ২০২২ সালের শেষে রীতিমতো লড়াই করেছিলেন মায়োসিসের মতো রোগের সঙ্গে। তবে কাজ থামাননি তিনি। ফলে ভক্তরা এখনও সামান্থার ধামাকাদার ক্যামব্যাকের অপেক্ষায়।

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর