শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মুসলিম স্বামীকে ছাড়ো, জবাবে যা বললেন দেবলীনা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০ মে ২০২৫, ০১:৪০ পিএম

শেয়ার করুন:

মুসলিম স্বামীকে ছাড়ো, জবাবে যা বললেন দেবলীনা 

ইসলাম ধর্মের অনুসারী প্রেমিক শাহনওয়াজ শেখকে বিয়ে ভারতে কটাক্ষের শিকার হন দেশটির অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। এবার পাক-ভারত যুদ্ধ শুরু হতে একই কারণে কটাক্ষের শিকার হলেন পাকিস্তানি এক নেটিজেনের। দেবলীনাকে মুসলিম স্বামী ত্যাগ করতে বলে কটাক্ষ করা হয়েছে। যদিও এর মোক্ষম জবাব দিয়েছেন দেবলীনা।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, জনৈক পাক নেটিজেন দেবলীনার বিরুদ্ধে ‘হিংসা ছড়ানো’র অভিযোগ তুলে কটাক্ষ করে লেখেন, ‘ভারতীয় প্রযোজকদের কাছে অনুরোধ এঁকে কেউ কাজ দিন। ঘরে বসে বসে উন্মাদ হয়ে গেছে। সবসময়ে হিংসাত্মক বুলি আউড়ে যাচ্ছে। ওর অনুরাগী ছিলাম ভেবেই নিজের জন্য দুঃখ হয়। এত নোংরা মুখ দেবলীনার। মুসলিমদের নিয়ে ওর যদি এতই অভিযোগ থাকে, তাহলে আগে নিজের স্বামীকে ছেড়ে দিক!’ 

dave-nila-7-20181209192106

বিষয়টি নজরে পড়েছে দেবলীনার। পাল্টা জবাবে তিনি বলেন, ‘কী হাস্যকর! নিজেদের চালচুলো নেই, এদের আবার আমার কাজ নিয়ে চিন্তা হচ্ছে। গিয়ে নিজের দেশ আর সন্ত্রাসবাদীদের ক্যাম্প সামলা যা। দুই দিনে তোদের আর্মির আন্তর্জাতিক সাহায্যের জন্য ভিক্ষার ঝুলি হাতে ঘোরার পরিস্থিতি হয়েছে। তাই আমার স্বামীর চিন্তা করে নিজের রক্ত ফোটাস না। যে সন্ত্রাসবাদীদের পুষে রেখেছিস, ওগুলোকে ভারত সরকারের হাতে সঁপে দে আগে।’ 

কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন দেবলীনা। ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করে একাধিক পোস্ট দিয়েছিলেন সোশ্যাল হ্যান্ডেলে। তাতেই গায়ে জ্বালা ধরে পাকিস্তানি ওই নেটিজেনের। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর