মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দিনে ১৮ বোতল মদ্যপান করতেন, কীভাবে নেশা ছাড়লেন জাভেদ আখতার?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০ মে ২০২৫, ০১:০৩ পিএম

শেয়ার করুন:

দিনে ১৮ বোতল মদ্যপান করতেন, কীভাবে ছাড়লেন নেশা জাভেদ আখতার 

স্পষ্টবাদী হিসেবে বেশ পরিচিতি আছে বলিউডের ডাকসাইটে গীতিকবি ও চিত্রনাট্যকার জাভেদ আখতারের । শুরু করলে অন্যের ব্যাপারে যেমন খুল্লামখুল্লা, রাখঢাক রাখেন না নিজেকে নিয়েও। এই যেমন মুখ খুলেছেন নিজের মাদকাসক্তি নিয়ে। জানিয়েছেন, একসময় দিনে ১৮ বোতল মদ্যপান করতেন। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে বিষয়টি। কোন ধরনের মদ পছন্দ— বিষয়ে কথা বলতে গিয়ে বর্ষীয়ান এ বলিউড ব্যক্তিত্ব জানান, হুইস্কি পান করলেই অ্যালার্জি উৎপাত করত। সেকারণে বেছে নিয়েছিলেন বিয়ার। আসক্তি এতটাই বেড়েছিল যে দিনে ১৮ বোতল পান করতেন তিনি। কিন্তু পেটের বেরসিক চর্বি বিয়ারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করে জাভেদের। অগত্যা ঝুঁকে পড়েন রামের দিকে।

javed-akhtar

জাভেদ আখতারের ভাষ্য, “আমার হুইস্কি খেলে অ্যালার্জি হয়। তাই ভাবলাম, এবার শুধু বিয়ার পান করব। তবে সেটা দিনে ১৮ বোতলে গিয়ে পৌঁছায়। তারপর দেখলাম, আমার পেটটা ফুলতে শুরু করেছে। তাই বিয়ার ছেড়ে রাম পান করা শুরু করি।”

জাভেদ আরও জানান, মাদকাসক্তি এতটাই অতিরিক্ত ছিল যে সারাক্ষণ নেশায় ডুবে থাকতেন। এমনকি পানের সময় কোনো সঙ্গীর প্রয়োজন হতো না। একাই বোতলের পর বোতল সাবড়ে দিতেন। 
তবে একসময় অ্যালকোহলের সঙ্গে সম্পর্ক সম্পর্ক ছিন্ন করেন জাভেদ আখতার। কেননা বুঝতে পেরেছিলেন এর ভয়াবহতা। এ প্রসঙ্গে জাভেদপত্নি শাবানা আজমি বলেন, “ও জানত, এই ভাবে যদি চলে, বেশি দিন বাঁচা যাবে না এবং সৃজনশীল কাজও করা হবে না।”

1710685000_javed-lead

বয়স যখন ১৯ জাভেদ আখতারের মদ্যপানের গল্পের শুরুটা তখন থেকে। ছাত্রাবস্থায় বন্ধুদের হাত ধরে শুরু। একসময় অর্থের অভাবে মদ্যপান করতে না পারলেও পরে যা আয় করতেন সব মদের পেছনেই ফুরাতেন। যদিও আয়ু ফুরিয়ে যাওয়ার ভয়ে এক সময় লাগাম টানেন তিনি। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর