যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানা গেছে। হলিউড হিলসসহ একাধিক এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। এদিকে দাবানলের গতি ও ভয়াবহতায় দমকল কর্মীরা বিপর্যস্ত হয়ে পড়েছেন। সড়কের পাশে সারিবদ্ধ উঁচু উঁচু পামগাছের চূড়া কদাচিৎ দেখা যাচ্ছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহরটিতে দাবানলে দেড় হাজারের বেশি ভবন পুড়ে গেছে। ফলে এক লাখেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।
বিজ্ঞাপন
লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফায়ার চিফ অ্যান্থনি ম্যারোন বলেছেন, আমাদের কর্মীরা বিপর্যয় মোকাবিলায় লড়াই করছে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। তবে পরিস্থিতি সামলাতে লস অ্যাঞ্জেলেসে পর্যাপ্ত ফায়ার কর্মী নেই।
এদিকে বুধবার সন্ধ্যায় হলিউড হিলসে নতুন করে আগুন লাগে, যা হলিউড বুলেভার্ড থেকে মাত্র কয়েকশ মিটার দূরে অবস্থিত। যেখানে গ্রুম্যানস চাইনিজ থিয়েটার, ওয়াক অব ফেম ও এল ক্যাপিটান থিয়েটারের মতো দর্শনীয় স্থান আছে।
পরিস্থিতি সামলাতে ঐতিহাসিক এলাকাটির কিছু সড়ক খালি করার নির্দেশ দেওয়া হয়। কারণ দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার থেকে পানি ছিটাচ্ছিলেন।
আগুন থেকে সামান্য দূরের সড়কে ব্যাপক বিশৃঙ্খলা। নিশ্বাস নিতে জামা দিয়ে মানুষ তাদের মুখ ঢেকে রাখছেন। অনেকে ব্যাগ ও স্যুটকেস হাতে যাওয়ার জায়গা খুঁজছেন। কিছু মানুষকে রাস্তায় পায়জামা পরা অবস্থায় দেখা গেছে।
বিজ্ঞাপন
হলিউডের বিখ্যাত সড়ক সানসেট বুলেভার্ডে স্থানীয় সময় গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় দাবানল শুরু হয়। এতে করে হলিউডের অধিকাংশ এলাকা ঘন ধোঁয়ায় ঢেকে যায়, বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দেওয়া হয়। বুধবার স্থানীয় সময় মধ্যরাত নাগাদ একটি এলাকার প্রায় ৬০ একর পুড়ে গেছে।
বিবিসির সাংবাদিক সরেজমিনে হলিউডের অবস্থা ঘুরে দেখেন। প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, হলিউডে গাড়ি চালাতে চালাতে তিনি অনেক মানুষকে যা পারে, তা নিয়ে নিজেদের ঘর ছেড়ে পালিয়ে যেতে দেখেছেন।
গাড়ি থেকে বের হয়ে (কয়েকটি স্থানে) বিবিসির সাংবাদিক মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। ভয় ও উদ্বেগ নিয়ে কিছু মানুষ তার সঙ্গে কথা বলেন।
আনা ওয়াল্ডম্যান নামের এক নারী বিবিসির এক প্রশ্নের জবাবে বলেন, আপনি কি এখানে মানুষকে সাহায্য করতে এসেছেন? আমি কোথায় যাব? নিরাপদ জায়গা কোথায় আছে?
বিবিসির খবরে বলা হয়, মাথার ওপর দিয়ে সাইরেন বাজছে এবং হেলিকপ্টারের ডানা ভনভন শব্দ করছে।
আনা বিবিসিকে জানান, তিনি তার কুকুর নিয়ে হাঁটতে বের হয়েছিলেন। ভারী ধোঁয়ার গন্ধ পাওয়ার পর তিনি পাশের একটি মুদিদোকানে থামার চিন্তা করেন। এরপর আনা নিজের ঘরে ফিরে যান, জানালা দিয়ে বাইরে তাকান। তিনি দেখেন, হলিউড হিলস হয়ে একই ব্লকের মধ্যে অবস্থিত তার বাসার দিকে আগুন দ্রুত ধেয়ে আসছে। এ পরিস্থিতিতে আনা কিছু খাবার, জামাকাপড়, চাদর এবং নিজের ছোট ছোট তিনটি কুকুরের জন্য খাবার নিয়ে গাঁটরিবোঁচকা বেঁধে বের হয়ে পড়েন।
বিধ্বস্ত এই নারী বলেন, এটা আমি বিশ্বাস করতে পারছি না।
মাকাইলা জ্যাকসন (২৬) তার দুই বছর বয়সী সন্তান রামারিকে নিয়ে একটি সড়কের কোনায় অন্য কোথাও যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। পুড়ে যাওয়ার ঝুঁকিতে থাকা গৃহহীনদের একটি আশ্রয়কেন্দ্র থেকে তাদের সরিয়ে নেওয়া হয়েছে।
মাকাইলা বিবিসিকে জানান, তারা (উদ্ধারকর্মীরা) এসেই আমাদের বের হয়ে যেতে বললেন।
এই নারী আরও জানান, তিনি হলিউড হাইস্কুলের দিকে যাচ্ছিলেন। সেখানে আরও বেশি সাহায্য-সহযোগিতা দেওয়া হচ্ছে।
দাবানলের অদূরে অনেক সড়কে প্রচণ্ড ট্রাফিক জ্যাম তৈরি হয়েছে। এমন একটি সড়ক হলো হলিউড বুলেভার্ড, এই সড়কে হলিউড ওয়াক অব ফেম অবস্থিত। (হলিউড ওয়াক অব ফেম এলাকার মেঝে বা দেয়ালে ওয়াল্ট ডিজনি, মার্টিন স্করসেসি, মাইকেল জ্যাকসন, মুহাম্মদ আলিসহ বিখ্যাত অনেক হলিউড তারকার নাম লিখে রাখা হয়েছে)।
নিরাপদ স্থানে যেতে অনেকে ভুল পাশ দিয়ে গাড়ি চালাচ্ছিলেন। আশপাশের ফ্রিওয়ে (হাইওয়ে) থেকে রাতের অন্ধকারে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে।
তবে হলিউডের শহরতলির অবস্থা দেখে মনে হচ্ছে, যেন কিছুই ঘটেনি। সেখানে মানুষ নৈশভোজ সারছেন, কেনাকাটা করছেন এবং সন্ধ্যায় কাজে বের হচ্ছেন।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে গত মঙ্গলবার শুরু হওয়া দাবানলে এরই মধ্যে কয়েক হাজার একর জায়গা পুড়ে গেছে। অন্তত পাঁচজনের প্রাণহানি হয়েছে। ধ্বংস হয়ে গেছে শত শত ঘরবাড়ি। ঝোড়ো বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়াচ্ছে। ইতোমধ্যে দাবানলকবলিত এলাকার এক লাখের বেশি মানুষকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে।
/এফএ