বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ঢাকা

হলিউড পাহাড় থেকে যুবকের লাশ উদ্ধার 

জেলা প্রতিনিধি, কক্সবাজার 
প্রকাশিত: ২২ মার্চ ২০২৫, ০৮:৩০ পিএম

শেয়ার করুন:

loading/img

কক্সবাজারের টেকনাফের হলিউড পাহাড় থেকে রাসেল নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২২ মার্চ) দুপুরে বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকার হলিউড পাহাড়ে পরিত্যক্ত অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন। 

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক আসিফ আলভী বলেন, শনিবার দুপুর সোয়া ৩টার দিকে এক যুবককে নিয়ে আসে নৌ-বাহিনী। হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়েছে। তবে তার দেহে আঘাতের চিহ্ন রয়েছে।

ওসি গিয়াস উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে কাজ চলছে। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর