শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দুই নৌকায় পা দেওয়ার পরিণতি খুব ভয়ংকর: রিয়া মনি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৫, ০৫:১০ পিএম

শেয়ার করুন:

দুই নৌকায় পা দেওয়ার পরিণতি খুব ভয়ংকর: রিয়া মনি

আলোচিত ও সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের বাবার ম্রত্যুর পর কথার লড়াইয়ে চলছে স্ত্রী রিয়া মনির সঙ্গে। গতকাল শনিবার সংবাদ সম্মেলনে অভিনেতা অভিযোগ করেন রিয়া মনির কারণে তিনটি সংসার ভেঙে গেছে। এরইমধ্যে রিয়া মনি ঘোষাণা দিয়েছেন রাতে হিরো আলমের পরকীয়া নারীকে নিয়ে সংবাদ সম্মেলন করবেন। 

রিয়া মনিকে তালাক দেব: হিরো আলম


বিজ্ঞাপন


আজ রোববার (২৭ এপ্রিল) দুপুরে এক পোস্টে রিয়া মনি লিখেছেন, ‘হিরো আলমের পরকীয়া নারী কে নিয়ে, আজ রাত ৮টায় রামপুরার বেটার লাইফ হাসপাতালের পাশে উঠান রেস্টুরেন্টের রুফটপে সংবাদ সম্মেলন করা হবে। সাংবাদিক ভাই বোনেরা আমন্ত্রিত।’

riya_moni_4

এদিকে রিয়া মনির টাইমলাইন ঘুরে দেখা গেছে, আজ দুপুর ৩টায় এক ভিডিও শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘দুই নৌকায় পা দেওয়ার পরিণতি খুবই ভয়ংকর হয়।’ ওই ভিডিওতে দেখা গেছে হিরো আলমের কাঁধে এক অজ্ঞাত নারী। নেটিজেনরা ধারণা করছে ওই অজ্ঞাত নারীই হিরো আলমের পঞ্চম স্ত্রী।

মানসিকভাবে ঠিক নেই হিরো আলম, বললেন রিয়া মনি


বিজ্ঞাপন


তবে হিরো আলম পাঁচটি বিয়ে করেছেন এমন তথ্য কখনেও পাওয়া যায়নি। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য বলছে, রিয়া মনিসহ তিনটি বিয়ে করেছেন তিনি। শোনা যাচ্ছে রিয়ার পর আরও একটি বিয়ে করেছেন হিরো। 

riya_moni_3

এর আগে গতকাল শনিবার সাংবাদ সম্মেলনে হিরো আলম বলেন, ‘আমার বাবা মৃত্যুশয্যায়, অথচ আমার স্ত্রী রিয়া মনি বাবার কাছে না এসে ম্যাক্স রাজুর সঙ্গে ড্যান্স ভিডিও বানায়। এই মেয়েকে নিয়ে কি সংসার করা যায়?’ 

তিনি যোগ করেন, ‘তাই আমি রিয়া মনিকে তালাক দিয়েছি। এই রিয়া মনির কারণে আমার সংসার, যে মেয়ে আমার বাবার দেখাশোনা করেছে-সেই মিতির সংসার ও মাক্স রাজুর স্ত্রী ইতির সংসার ভেঙে গেছে।’

একটি সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য তৃতীয় ব্যক্তিই যথেষ্ট: রিয়া মনি

মডেলিং-এর কাজ করতে গিয়ে রিয়া মনির প্রেমে পড়েন অভিনেতা। সেই সময় দ্বিতীয় স্ত্রী মডেল নুসরাত জাহান অভিনেতাকে ডিভোর্স দেন। এরপর রিয়া মনিকে বিয়ে করেন হিরো আলম। বিয়ের পর দুইজন জুটি বেঁধে বেশ কিছু কাজ করেছেন।

ইএইচ

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর