সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ আশরাফুল হোসেন আলম। তবে দর্শকমহলে তিনি হিরো আলম নামে পরিচিত। গত মঙ্গলবার রাতে আলোচিত ও সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতার বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাবার অসুস্থতা এবং মৃত্যুর সময় অভিনেতার স্ত্রী রিয়া মনি বাবার পাশে না থাকায় অভিনেত্রীকে বয়কটের ঘোষণা দেন। এরপরই গণমাধ্যমে অভিনেত্রী বলেন, মানসিকভাবে ঠিক নেই হিরো আলম।

বিজ্ঞাপন
হিরো আলমের ফেসবুক পোস্টের কথা শুনেছেন দাবি করে অভিনেতার স্ত্রী বলেন, ‘মানসিকভাবে ঠিক নেই উনি (হিরো আলম। যেহেতু উনার বাবা মারা গেছেন। সত্য কথা বলতে কী এই বিষয়ে আমার বলার কিছু নেই।
মারা গেছেন অভিনেতা হিরো আলমের বাবা
অভিনেত্রীকে বয়কট করার ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় অভিযোগ উগড়ে দিলেন রিয়া মনি। অভিনেত্রীর পেজে এক ভিডিওতে দেখে গেছে স্বামী আলমের সঙ্গে মিষ্টি মধুর মুহূর্ত অনুরাগীদের উদ্দেশে শেয়ার করেছেন। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘একটি সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য তৃতীয় ব্যক্তিই যথেষ্ট।’

বিজ্ঞাপন
এদিকে গতকাল বুরবার হিরো আলম এক পোস্টে জানান, ‘রিয়া মনিকে আমার জীবন থেকে বয়কট করলাম। কারণ আমার বাবা হসপিটালে। সে আমার বাবার কাছে না থেকে বিভিন্ন ছেলেদের নিয়ে নাচগান করে বেড়ায় এবং তার পরিবারে কোনো সদস্য আমার বাবা এতদিন হসপিটালে কেউ কোনদিন দেখতে আসেনি। আমার বাবা বেঁচে থাকতে দেখতে আসলো না। তাহলে আমি পড়ে থাকলে সে কি করবে?’
মানসিকভাবে ঠিক নেই হিরো আলম, বললেন রিয়া মনি
মডেল ও অভিনেত্রী রিয়ার আসল পরিচায় জানতে পারবেন। তাকে ভালো পথে আনার চেষ্ঠা করছিলেন জানিয়ে তিনি বলেন, ‘রিয়া মনি ঢাকা শহরে বিভিন্ন বারের ডান্সার। সেখান থেকে আমি একটা ভালো পথে আনার চেষ্টা করেছিলাম। কিন্তু ছেড়ে দেওয়া গরু কোনোদিন ঘরে বন্দি করে রাখা যায়? খুব শীঘ্রই বুঝতে পারবে সে কত খারাপ।’

বলে রাখা ভালো, রাজধানীর একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন হিরো আলমের পালক বাবা আবদুর রাজ্জাক। শৈশবে হিরো আলমের অভিভাবকত্ব নেন তিনি। তার প্রকৃত বাবা ২০১৭ সালে মারা যান।
ইএইচ/

