মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ঢাকা

মানসিকভাবে ঠিক নেই হিরো আলম, বললেন রিয়া মনি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫, ০১:২৬ পিএম

শেয়ার করুন:

মানসিকভাবে ঠিক নেই হিরো আলম বললেন রিয়া মনি

আলোচিত ও সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা হিরো আলমের বাবার মৃত্যুর সময় স্ত্রী রিয়া মনি পাশে না থাকায় তাকে বয়কটের ঘোষণা দিয়েছেন। সামাজিকমাধ্যমের এক পোস্টে এ কথা জানান তিনি। 

হিরো আলমের স্ত্রীকে বয়কট ঘোষণার পর মুখ খুললেন মডেল ও অভিনেত্রী রিয়া মনি। গণমাধ্যমকে তিনি বলেন, মানসিকভাবে ঠিক নেই হিরো আলম।

486457232_676173401660246_7171832508646262408_n

হিরো আলমের ফেসবুক পোস্টের কথা শুনেছেন দাবি করে অভিনেতার স্ত্রী বলেন, ‘মানসিকভাবে ঠিক নেই উনি (হিরো আলম। যেহেতু উনার বাবা মারা গেছেন। সত্য কথা বলতে কী এই বিষয়ে আমার বলার কিছু নেই।’

রিয়া মনিকে বয়কট করলেন হিরো আলম


বিজ্ঞাপন


এদিকে আজ বুরবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় বাবার মৃত্যুর খবর জানিয়ে হিরো আলম লিখেছেন, ‘রিয়া মনিকে আমার জীবন থেকে বয়কট করলাম। কারণ আমার বাবা হসপিটালে। সে আমার বাবার কাছে না থেকে বিভিন্ন ছেলেদের নিয়ে নাচগান করে বেড়ায় এবং তার পরিবারে কোনো সদস্য আমার বাবা এতদিন হসপিটালে কেউ কোনদিন দেখতে আসেনি। আমার বাবা বেঁচে থাকতে দেখতে আসলো না। তাহলে আমি পড়ে থাকলে সে কি করবে?’

486563817_676173474993572_1173742803997906342_n

মডেল ও অভিনেত্রী রিয়ার আসল পরিচায় জানতে পারবেন। তাকে ভালো পথে আনার চেষ্ঠা করছিলেন জানিয়ে তিনি বলেন, ‘রিয়া মনি ঢাকা শহরে বিভিন্ন বারের ডান্সার। সেখান থেকে আমি একটা ভালো পথে আনার চেষ্টা করেছিলাম। কিন্তু ছেড়ে দেওয়া গরু কোনোদিন ঘরে বন্দি করে রাখা যায়? খুব শীঘ্রই বুঝতে পারবে সে কত খারাপ।’

হিরো আলমের ওপর হামলা

বলে রাখা ভালো, রাজধানীর একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন হিরো আলমের পালক বাবা আবদুর রাজ্জাক। শৈশবে হিরো আলমের অভিভাবকত্ব নেন তিনি। তার প্রকৃত বাবা ২০১৭ সালে মারা যান।

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর