সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কার্তিক আরিয়ানের পিঠের চামড়া বদলে যাচ্ছে! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৫, ০২:৩৫ পিএম

শেয়ার করুন:

কার্তিক আরিয়ানের পিঠের চামড়া বদলে যাচ্ছে! 

কার্তিক আরিয়ানের বলিউড ক্যারিয়ার তুঙ্গে। প্রযোজক-পরিচালকরা তার ওপর চোখ বন্ধ করে ভরসা রাখেন। চরিত্রে প্রয়োজনে নিজেকে ভাঙতেও আপত্তি নেই কার্তিকের। এবার তো নিজের পিঠের চামড়া বদলে ফেললেন অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, করণ জোহরের সঙ্গে নতুন এক ছবিতে যুক্ত হয়েছেন কার্তিক। ‘নাগজ়িলা: নাগলোক কা পহেলা কাণ্ড’নামের এই সিনেমার জন্য পিঠের চামড়া বদলে গেছে তার। 

1745306386_karan-inside

আজ মঙ্গলবার সকালে কর্ণ নিজের ইনস্টা হ্যান্ডল থেকে ছবির ভমোশন পোস্টার ভাগ করে নেন। সেখানে সাপের হিসহিসানির সঙ্গে দেখা গেছে কার্তিকের চেহারা। পেছন ফিরে দাঁড়িয়ে আছেন। ছবিতে দেখা যাচ্ছে কার্তিকের পিঠ আবৃত করে আছে সাপের চামড়া। 

বিষয়টি ইঙ্গিত করে করণ জোহর লিখেছেন, “মানুষের পশ্চাদ্দেশ তো অনেক দেখে ফেলেছেন এ বার দেখুন নাগেদের পশ্চাদ্দেশ (ইনসানো ওয়ালি পিচ্ছর তো বহত দেখ লি, অব দেখো নাগোঁ ওয়ালি পিচ্ছর)।”

করণের প্রযোজনায় ছবিটি পরিচালনা করবেন মৃগদীপ সিংহ লাম্বা। ২০২৬ সালের ১৪ অগস্ট মুক্তি পেতে পারে ছবিটী। বর্তমানে কার্তিক ব্যস্ত আশিকি ৩ ছবির কাজে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর