সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অর্থ আত্মসাতের মামলায় ফাঁসলেন মহেশবাবু, তলব ইডির 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৫, ১২:১৬ পিএম

শেয়ার করুন:

অর্থ আত্মসাতের মামলায় ফাঁসলেন দক্ষিণী তারকা মহেশবাবু,তলব ইডির 

আইনি জটিলতায় ফেঁসেছেন দক্ষিণী সুপারস্টার মহেশবাবু। অর্থ আত্মসাতের মামলায় তাকে তলব করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের। আগামী আগামী ২৭ এপ্রিল ইডির দফতরে হাজির থাকতে বলা হয়েছে মহেশবাবুকে। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, হায়দ্রাবাদের রিয়েল এস্টেট সংস্থা সাই সূর্য ডেভেলপারস এবং সুরানা গ্রুপের বিরুদ্ধে ওঠা অর্থ আত্মসাতের মামলায় ডাকা হয়েছে মহেশকে। 
জানা গেছে, এই দুই প্রতিষ্ঠান থেকে জমি কিনে নিঃস্ব হয়েছেন অনেকে। একইসঙ্গে রিয়েল এস্টেট দুটির একাধিক আবাসন নিয়েও উঠেছে প্রশ্ন। আর দুর্নীতির দোষে দুষ্ট কোম্পানি দুটির বিজ্ঞাপনের মুখ হয়ে মামলায় নাম উঠেছে অভিনেতার। 

1652368635_new-project-2022-05-12t204656-054

ভাগ্যনগর প্রপার্টিজের ডিরেক্টর নরেন্দ্র সুরানা, সাই সূর্যর বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের করেছে তেলঙ্গানা পুলিশ। একই জায়গা একাধিকজনের কাছে বিক্রিসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। মহেশবাবুর বিরুদ্ধে আনা অভিযোগ হলো, তাকে প্রতিষ্ঠান দুটির বিজ্ঞাপনে দেখে ক্রেতাগণ জমি কিনতে উৎসাহিত হয়ে প্রতারণার শিকার হয়েছেন। 

এদিকে বলিউড সূত্র থেকে জানা গেছে মহেশবাবুকে পারিশ্রমিক হিসেবে ৫.৯ কোটি রুপি দেওয়া হয়। যার মধ্যে ব্যাংকের দেওয়া হয় ৩.৪ কোটি এবং বাকি ২.৫ কোটি দেওয়া হয় নগদ। তদন্তকারীদের সন্দেহ, মহেশবাবুকে যে নগদ টাকা দেওয়া হয়, সেটা ছিল রিয়েল এস্টেট সংস্থার জালিয়াতি সংক্রান্ত কালো টাকা। 

HD-wallpaper-mahesh-babu-charming-handsome-handsomehunk-maheshbabu-prince-smile-stylish-superstar-tollywood

গত ১৬ এপ্রিল তদন্তে নেমে হায়দরাবাদ এবং সেকেন্দ্রাবাদের চারটি জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি। সেখান থেকে অনেক নথিপত্র, লেনদেনের তথ্য, নগদ ১০০ কোটি রুপি উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী কর্মকর্তারা। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর