বলিউড চলচ্চিত্রে জনপ্রিয় অভিনেতা সুপারস্টার সালমান খান প্রাণনাশের হুমকি মাথায় নিয়ে ঈদের ছবির শুটিং শেষ করেন। কড়া নিরাপত্তার মধ্যেও অভিনেতার বাসভাবনে হামলা চালায় বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা। এবার অভিনেতার কাছের মানুষে বাবা সিদ্দিকীর ছেলে জিশান সিদ্দিকীকে প্রণনাশের হুমকি দিয়েছে বিষ্ণোই গ্যাং।
বিজ্ঞাপন
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মহারাষ্ট্রের প্রাক্তন বিধায়ক এবং এনসিপি (জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি) নেতা জিশান দাবি করেছেন গতকাল সোমবার ই-মেইলের মাধ্যমে প্রাণনাশের হুমকি পেয়েছেন। ডি কোম্পানির (মুম্বই আন্ডারওয়ার্ল্ডের সংগঠিত অপরাধ সিন্ডিকেট) এক সদস্য বাবা সিদ্দিকীর ছেলেকে হুমকি বার্তায় ১০ কোটি টাকা দাবি করেছেন। টাকা না পেলে তার পরিণতিও তার বাবার মতোই হবে।

প্রয়াত কংগ্রেস নেতা বাবা সিদ্দিকীর মৃত্যুর বছর ঘোরার আগেই খুনের হুমকি পেলেন জিশান। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘গত তিন দিন ধরে হুমকি দিয়ে মেইল পাঠাচ্ছেন সন্ত্রসীরা। প্রত্যেকটি মেইলে লেখা ১০ কোটি টাকা না দিলে বাবা সিদ্দিকীর মতোই অবস্থা হবে। এমনকি প্রাণ বাঁচাতে যেন কোনো ভাবেই পুলিশের সঙ্গে যোগাযোগ না করি সেই হুশিয়ারি দিয়েছে।’
বিজ্ঞাপন
গত ছয় মাস ধরে জিশান সিদ্দিকী একাধিক খুনের হুমকি পেয়েছেন। গতকালকের হুমকির পর মুম্বাই পুলিশের দ্বারস্থ হয়েছেন। ইতিমধ্যেই হুমকি দাতাকে খুজতে শুরু করেছেন স্থানীয় পুলিশ।

এদিকে হুমকির খবর প্রকাশ্যে আসতেই নতুন করে আতঙ্ক ছড়িয়েছে বলিউডে। বাবা সিদ্দিকীর মৃত্যু ঘটনা এখনও তাজা। এবার তার ছেলে খুনের হুমকি পাওয়ায় প্রশ্ন উঠেছে, সালমানের খানের সঙ্গে বন্ধুত্বের খেসারত দিতে হবে জিশান সিদ্দিকীকেও !
সালমান গেলেও শাহরুখ কেন যাননি বাবা সিদ্দিকির মৃত্যুতে?
বলে রাখা ভালো, গত সপ্তাহে ওরলির ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের একটি হোয়াটসঅ্যাপে সালমানকে প্রাণনাশের হুমকি দেয়। তার মুম্বাইয়ের বাসভবনের ভিতরে ঢুকে হত্যা করার হুমকি দেয়। এমনকি গাড়িতে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। এ ঘটনার পর অভিনেতা বলেন, ‘ভগবান, আল্লাহ সবার উপর আছে। আল্লাহ যতদিন ভাগ্যে বাঁচার কথা লিখে রেখেছেন, ততদিনই বাঁচব।’
ইএইচ/

