সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সালমান গেলেও শাহরুখ কেন যাননি বাবা সিদ্দিকির মৃত্যুতে?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৪, ০৪:০২ পিএম

শেয়ার করুন:

সালমান গেলেও শাহরুখ কেন যাননি বাবা সিদ্দিকির মৃত্যুতে?

সালমান খান ও শাহরুখ খানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আততায়ীর গুলিতে নিহত বাবা সিদ্দিকির। ভারতের সাবেক এ মন্ত্রীর হস্তক্ষেপে দীর্ঘদিনের দ্বন্দ্ব মিটেছিল দুই খানের। বাবা সিদ্দিকির মৃত্যুর খবর পেয়েই হাসপাতালে ছুটে যান সালমান। কিন্তু সেখানে দেখা এমেলনি শাহরুখের। এরপর থেকেই প্রশ্ন, কেন বাবা সিদ্দিকিকে দেখতে যাননি শাহরুখ। 

ভারতীয় সংবাদমাধ্যেমের প্রতিবেদনে বলা হয়েছে, লরেন্স বিষ্ণোইয়ের নিশানায় দীর্ঘ দিন ধরেই রয়েছেন সালমান। তাকে খুনের হুমকি দেওয়ার পাশাপাশি তার ঘনিষ্ঠদেরও একই ভাবে হুমকি দিচ্ছেন বিষ্ণোইয়ের দলের লোকেরা। শেষে বাবা সিদ্দিকির এমন পরিণতি। 


বিজ্ঞাপন


গোটা ঘটনাই একটা রাজনৈতিক মৃত্যু বলে মনে করা হচ্ছে। আর বহু বছর ধরেই রাজনীতির থেকে নিজেকে দূরে রেখেছেন শাহরুখ। রাজস্থানের বিষ্ণোই সম্প্রদায় সালমানের ওপর ক্ষুব্ধ বহু বছর আগে কৃষ্ণসার হরিণ খুনের কারণে। সে কারণেই নাকি সাবধানি শাহরুখ। কারও ভাবাবেগে তার কারণে আঘাত লাগুক, তা তিনি চান না। সেই কারণে গোটা ঘটনায় খানিকটা দূরত্ব বজায় রেখেছেন অভিনেতা। এরকম কানাঘুষা চলছে বি-টাউনে। 

শনিবার (১২ অক্টোবর) নিহত হন বাবা সিদ্দিকি। এদিন সন্ধ্যায় পূর্ব বান্দ্রায় কোলগেট গ্রাউন্ডের কাছে তার বিধায়ক পুত্র জিশান সিদ্দিকির অফিসের বাইরে গুলি করে খুন করা হয় সিদ্দিককে। দুই থেকে তিন রাউন্ড গুলি চালানো হয় বলে পুলিশ সূত্রের খবর।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর