ভারতের মুম্বাই শহরকে নারীদের জন্য নিরাপদ বলা হলেও দ্বিমত পোষণ করেন অভিনেত্রী মালবিকা মোহনন। তিনি মনে করেন বিশেষ করে রাতের মুম্বাই মোটেই নিরাপদ না নারীদের জন্য। বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে নিজের রাতের ট্রেনে নিজের সঙ্গে ঘটে যাওয়া হাড় হিম করা ঘটনা ভাগ করে নিয়েছেন ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে।
ছাত্রীবস্থায় বাস-ট্রেনে চলাফেরা করতেন মালবিকা। সেসময় এক রাতে ফাঁকা ট্রেনে ভয়াবহ অভিজ্ঞতা হয় তার। বিস্তারিত বর্ণনা করতে গিয়ে অভিনেত্রী বলেন, “প্রায়ই অনেকে বলেন, নারীদের জন্য নাকি মুম্বাই শহর খুব নিরাপদ। কিন্তু আমি সেই ধারণায় একটু পরিবর্তন আনতে চাই। আজ আমার নিজের গাড়ি রয়েছে, চালক রয়েছেন। এখন আমি বলতেই পারি, মুম্বাই শহর নিরাপদ। কিন্তু একটা সময় তা ছিল না।”

এরপর ঘটনাটি ভাগ করে নেন অভিনেত্রী। তার ভাষ্য, “আমি অতি ঘনিষ্ঠ দুই বন্ধুর সঙ্গে লোকাল ট্রেনে করে যাচ্ছিলাম। তখন রাত সাড়ে নটা বাজে। প্রথম শ্রেণির মহিলা কামরায় ছিলাম আমরা। সেই ট্রেনটা প্রায় খালিই ছিল। আমরা তিন জন ছিলাম। জানলার ধারের আসনে বসে গল্প করছিলাম তিন বন্ধু। হঠাৎ এক ব্যক্তি জানলা থেকে মুখ বাড়িয়ে বলেছিল, ‘একটা চুমু দেবে?’”
এরকম পরিস্থিতির মুখে পড়ে ভয়ে শক্ত হয়ে যান মালবিকাসহ তার দুই বন্ধু। কী পদক্ষেপ নেবেন তাও বুঝে উঠতে পারছিলেন না বলেন জানান অভিনেত্রী।

