স্ত্রী হেইলির সঙ্গে জনপ্রিয় গায়ক জাস্টিন বিবারের ছয় বছরের দাম্পত্য জীবন ভাঙনের মুখে। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে বিষয়টি। জানা গেছে, মাদকাসক্তির কারণে গায়কের সঙ্গে বিচ্ছেদের কথা ভাবছেন হেইলি।
বিজ্ঞাপন
সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই নতুন করে আলোচনায় সংগীতশিল্পী। সম্প্রতি সামাজিকমাধ্যমে কোচেল্লা উৎসবে তার ধূমপান ও নাচের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিও দেখে অনুরাগীদের অনেকে তার শারীরিক ও মানসিক অবস্থার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

অন্য এক ভিডিওতে দেখা গেছে, হেইলি বিবার জাস্টিনের সৎভাই জ্যাকসনকে বের করে নিয়ে যাচ্ছিলেন। তখন জাস্টিন পাশে বসেই মাদক গ্রহণ করছিলেন গায়কের ভাই।
ওই ভিডিওর মন্তব্যের ঘরে অনুরাগীরা হতাশা প্রকাশ করেছেন। একজন লিখেছেন, ‘কেউ কি একটু জাস্টিন বিবারকে দেখবে? ওর সাহায্য দরকার, কিন্তু কেউ শুনছে না।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘হলিউড এই ছেলেটার (জাস্টিন বিবার) সঙ্গে কী করল? কোনো যত্ন নেয় না কেউ।’

সম্প্রতি সংগীতশিল্পী নিজের সোশ্যাল মিডিয়ায় কিছু রহস্যজনক পোস্ট দিয়েছিলেন, যা তার ও স্ত্রী হেইলি বিবারের বিচ্ছেদের গুঞ্জনকে আরও উসকে দেয়। স্ত্রীর অপছন্দ সত্ত্বেও কোচেল্লায় তাকে ঘনঘন ধূমপান করতে দেখে অনেকেই ভাবছেন বিচ্ছেদের শোক সইতে পারছেন এ মার্কিন গায়ক।
আম্বানি পুত্রের বিয়ের অনুষ্ঠানে গাইতে কত নিচ্ছেন জাস্টিন বিবার?
এদিকে অন্তর্জাতিক গণমাধ্যমের দাবি হেইলির সঙ্গে সম্পর্ক বাঁচাতে চেষ্টা করছেন জাস্টিন। তারজন্য নানা রকম থেরাপিও নিচ্ছেন। যেন দ্রুত মাদকের নেশা থেকে বের হয়ে সম্পর্ক টেকাতে পারেন।
ইএইচ/

