টলিউড চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর অভিনয় দেখে চোখ ফেরানো অসম্ভব। পর্দায় চরিত্রকে জীবন্ত করে তুলতে তার জুড়ি মেলা ভার। এক লহমায় দর্শক বন্দী হয়ে যায় তার সৌন্দর্য ও অভিনয় নৈপুণ্যের মায়াজালে। সম্প্রতি আসন্ন দুর্গাপূজোর সিনেমা ‘রক্তবীজ ২’-এর শুটিং সেটে আহত হয়েছেন অভিনেত্রী।
বিজ্ঞাপন
জানা গেছে ‘রক্তবীজ ২’ অ্যাকশনে ভরপুর। অভিনেত্রীর সাজপোশাকে স্পষ্ট। এই ছবিতে মিমি জুটি বেঁধেছেন অঙ্কুশ হাজরা এবং আবীর চ্যাটার্জীর সঙ্গে। সিনেমার দৃশ্যে তিনি যত সময় থাকবেন দর্শকদের হাসাবেন, কাঁদাবেন।

‘রক্তবীজ ২’সিনেমার বেশকিছু অ্যাকশন সিনে দেখা যাবে অভিনেত্রীকে। এদিকে শুটিং চলাকালীন গাড়ি দিয়ে স্টান্ট করার সময় দূর্ঘটনার শিকার হন। তখনই পা কেঁটে রক্তারক্তি অবস্থা। তারপরেই শুটিং বন্ধ করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। সূত্রের খবর, এখন পুরোপুরি সুস্থ আছেন অভিনেত্রী।
বিজ্ঞাপন
উইন্ডোজ প্রোডাকশন হাউজের ব্যানারে ছবিটি পরিচালকনা করছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় জুটি। মিমি চক্রবর্তী ছাড়াও এ ছবিতে অভিনয় করছেন, অঙ্কুশ হাজরা, আবীর চ্যাটার্জী, কৌশানী মুখোপাধ্যায়। অভিনেত্রী নুসরাত জাহানকে দেখা যাবে আইটেম গানের নাচে।
ইএইচ/

