সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ব্যক্তিগত রাজনীতির দায়ভার সংগঠনের ওপর চাপিয়ে দিতে পারি না: অপু

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৫, ১২:৩৪ পিএম

শেয়ার করুন:

ব্যক্তিগত রাজনীতির দায়ভার সংগঠনের ওপর চাপিয়ে দিতে পারি না: অপু

গত বছরের আগস্ট মাসে ছাত্র আন্দোলনের মুখে তৎকালীন সরকার পদত্যাগ করতে বাধ্য হয়। এরপর যতবারই রাজনৈতিক ব্যক্তিদের কথা উঠে এসেছে তখনই আলোচনায় প্রাসঙ্গিক অভিনয় শিল্পীরা। আন্দোলনের মাধ্যেই অভিনয় শিল্পীদের বিতর্কিত হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর কিছু স্ক্রিনশট ভাইরাল হয়। 

অভিনয় শিল্পী সংঘের সভাপতি আজাদ, সাধারণ সম্পাদক রাশেদ


বিজ্ঞাপন


সেখানে দেখা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে নানা অপপ্রচার ও অপ্রীতিকর মন্তব্য করেছিলেন তখনকার ক্ষমতাসীন সরকারের অনুসারী তারকারা। সরকার পরিবর্তনের পর অনেক কিছুরই পরিবর্তন এসেছে। একইভাবে পরিবর্তন হয়েছে অভিনয় শিল্পী সংঘের পূর্বের নির্বাচিত কমিটি। 

Apu

গত শনিবার (১৯ এপ্রিল) অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা রাশেদ মামুন অপু। নতুন কমিটির কাছে অভিনয় শিল্পীদের পাহাড় সমান প্রত্যাশা। প্রশ্ন উঠছে গত সরকারের সময় সুবিধাভোগী অভিনয় শিল্পীদের বিষয় কি সিদ্ধান্ত নেবেন সদ্য নির্বাচিত কমিটি। এ প্রসঙ্গে রাশেদ মামুন অপু গণমাধ্যমকে জানিয়েছেন, ‘ব্যক্তিগত রাজনীতির দায়ভার সংগঠনের ওপর চাপিয়ে দিতে পারি না। 

মামুনুর রশীদের পাশে অভিনয় শিল্পী সংঘ


বিজ্ঞাপন


তিনি বলেন, ‘প্রত্যেক মানুষ রাজনীতি সচেতন এবং তারা যেকোনো রাজনীতিতে বিশ্বাসী হতেই পারেন। কিন্তু আমার পেশাজীবী সংগঠনে রাজনৈতিক প্রতিফলন ঘটাতে পারবে না কেউ। আমরা কখনও ব্যক্তিগত রাজনীতির দায়ভার সংগঠনের ওপর চাপিয়ে দিতে পারি না।’

Apu_8

তিনি যোগ করেন, ‘সংগঠনের বাইরে যে কেউ যেকোনো দলের বা মতের থাকতে পারেন। কিন্তু সংগঠনের ভেতরে আমরা সবাই এক, আমাদের পরিচয় শিল্পী। আমরা মানবতার কথা বলি, মানুষ ও দেশের জন্য কাজ করি। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধকে লালন করি। আমাদের চেতনা, ঐতিহ্য, সংস্কৃতি—সব মিলিয়ে আমরা শিল্পী।’

দুঃসময়ে প্রভার পাশে অভিনয় শিল্পী সংঘ

অভিনেতাকে সবশেষ ‘জংলি’ সিনেমায় দেখা গেছে। এম রাহিম পরিচালনায় এই ছবিতে আরও অভিনয় করেছেন, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর