সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অশ্লীল পোশাক পরতে রাজি না হওয়ায় অভিনেত্রীকে হেনস্থা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৫, ০৫:১৩ পিএম

শেয়ার করুন:

অশ্লীল পোশাক পরতে রাজি না হওয়ায় অভিনেত্রীকে হেনস্থা

বলিউড ইন্ডাস্ট্রিতে নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে পুরুষ সহকর্মী কিংবা পরিচালকদের হাতে নারী অভিনয় শিল্পীদের হেনস্থা। পোশাকের কারণে একাধিক তারকা অভিনেত্রী হেনস্থার শিকার হয়েছেন। তবে ক্যারিয়ারে দিকে তাকিয়ে কখনও মুখ খোলেননি। পোশাকের কারণে হেনস্থার মুখমুখি হয়েছিলেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী ওয়াহিদা রেহমান। 

বলিউডে অভিষেক পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রীর


বিজ্ঞাপন


পাঁচ দশক ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। ষাট-সত্তর দশকে ক্যারিয়ারের সোনালি সময় অভিনেত্রীকে ছোট পোশাক পরতে চাপ দেওয়া হয়। অভিনেত্রী অশ্লীল পোশাক পরতে রাজি না হওয়ায় পরিচালক রাজ খোসলা তাকে হুমকি দিয়েছিলেন। 

 

old_actres

ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, ‘সোলবা সাল’ ছবিতে অভিনয়ের সময় পরিচালক রাজ খোসলা চিত্রনাট্যের প্রয়োজনে ছোট পোশাক পরতে বলেন। চরিত্রটি ছিল লাজুক স্বভাবের। চরিত্রের নামও ছিল ‘লাজবন্তী’। কিন্তু পরিচালক ছবিতে এমন একটি দৃশ্য রেখেছিলেন, যেখানে জলে পড়ে গিয়ে লাজবন্তী ভিজে যায়। তখন ভেজা পোশাক ছেড়ে অভিনেত্রীকে ছোট পোশাক পরার নির্দেশ দিয়েছিলেন।  


বিজ্ঞাপন


বলিউড ছাড়ছেন প্রিয়াঙ্কা চোপড়া!

পরিচালকের প্রস্তাব শুনে রাজি হননি ওয়াহিদা। ছোট পোশাক পরতে আপত্তি জানান তিনি। নায়িকার কথা শুনে খেপে গিয়েছিলেন পরিচালক রাজ। শুটিং বন্ধ করে সবাইকে বাড়ি চলে যেতে বলেছিলেন তিনি। 

old_actres_3

নায়িকা ও পরিচালকের মতবিরোধ চলাকালীন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দেব আনন্দ। কিন্তু প্রথমে কিছু বলেননি তিনি। ওই সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘রাজ আমাকে প্রথমে জানিয়েছিল আমি যে ধরনের পোশাক পরতে স্বাচ্ছন্দ্য বোধ করি, তা পরেই অভিনয় করতে পারব।’

বলিউড ছাড়ছেন অনুরাগ কাশ্যপ!

অভিনেত্রী তার ইচ্ছেমতো সাদামাটা একটি পোশাক পরে সেটে গিয়েছিলেন। তা দেখে রেগে চিৎকার করতে শুরু করে দিয়েছিলেন রাজ। নায়িকার উদ্দেশে পরিচালক বলেছিলেন, ‘তুমি সবেমাত্র দুই তিনটি ছবিতে অভিনয় করেছ, এখন থেকেই এত বায়না! এভাবে চলতে থাকলে তুমি কীভাবে কাজ পাও, তা দেখব আমি।’

old_actres_1

ওয়াহিদার প্রতি পরিচালককে ক্ষুব্ধ হতে দেখে মুখ খুলেছিলেন দেব আনন্দ। ক্রু সদস্যদের মধ্যে শুধু দেব আনন্দই নায়িকার ইচ্ছাকে সমর্থন করেছিলেন বলে জানিয়েছিলেন ওয়াহিদা। 

মা হারালেন বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজ

ওই সময় একমাত্র দেব আনন্দ অভিনেত্রী পক্ষ নিয়ে পরিচালককে বলেছিলেন , ‘ওয়াহিদা তো ঠিক কথাই বলছেন। তাঁর চরিত্রের নাম ‘লাজবন্তী’। ও রকম লাজুক স্বভাবের মেয়ে কীভাবে এত ছোট পোশাক পরতে পারে? চরিত্রের সঙ্গে তো এমন পোশাক খাপ খায় না।’ 

old_actres_9

ওয়াহিদার ওপর চোটপাট করলেও দেব আনন্দের কথা শুনে চুপ করে গিয়েছিলেন রাজ। এমনকি অভিনেতার বিরুদ্ধে গিয়ে কোনো কথাও বলেননি তিনি। শেষ পর্যন্ত ওয়াহিদা তাঁর মনের মতো পোশাক পরেই ওই দৃশ্যে অভিনয় করেন অভিনেত্রী।

৮ বছর ধরে নেই হিট ছবি, বিলাসবহুল দ্বীপের মালিক এই বলিউড অভিনেত্রী

বলে রাখা ভালো, ১৯৫৮ সালে ‘সোলাব সাল’ ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এই ছবিতে অভিনয়ের মাধ্যমে খ্যাতির চূড়ায় পৌঁছে যান অভিনেত্রী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন, ‘প্যাসা’, ‘কাগজ কে ফুল’, ‘সাহেব বিবি অউর গুলাম’- এর মতো জনপ্রিয় সিনেমা।

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর