সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

১৬ দিনে কত আয় জংলির? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৫, ০১:২৮ পিএম

শেয়ার করুন:

১৬ দিনে কত আয় জংলির? 

রোজার ঈদের আমেজ কেটে গেলেও উৎসবটি ঘিরে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো নিয়ে উন্মাদনা এখনও রয়েছে। বরবাদ দাগীর মতো সমানতালে দর্শক টানছে সিয়াম আহমেদ অভিনীত জংলি সিনেমাটি। তাই দেখে অনেকের প্রশ্ন ছিল আয়ের ঘরে কত টাকা তুলেছে ছবিটি? এবার মুক্তির ১৬ দিনে সিনেমাটি কত টাকার ব্যবসা করেছে, সেই তথ্য প্রকাশ করেছেন নির্মাতা এম রাহিম। 

বুধবার (১৬ এপ্রিল) রাতে এক ফেসবুক পোস্টে তিনি জানান, জংলির গ্রস কালেকশন (টিকিট বিক্রি মূল্য) দুই কোটি ছয় লাখ টাকা। 
এম রাহিম বলেন, ‘পরিবারের সবাই একসঙ্গে হাসছে, একসঙ্গে কাঁদছে বাংলা সিনেমা দেখে, জংলি দেখে। আমরা নিশ্চিত, আরও হাজারো-লাখো পরিবারের হাসি-কান্নার কারণ হব।’ 


বিজ্ঞাপন


এরপর সিনেমাটির ব্যবসার পরিমাণ জানিয়ে তিনি বলেন, ‘জংলির ১৬ দিনের টোটাল গ্রস কালেকশন দুই কোটি ছয় লাখ টাকা প্রায়। এই ভালোবাসা চলুক, চলতেই থাকুক।’

‘জংলি’র গল্প আজাদ খানের। চিত্রনাট্য লিখেছেন সুকৃতি সাহা ও মেহেদী হাসান। ছবির গানগুলোর কথা সুর ও সংগীত করেছেন জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ। ছবিটিতে সিয়াম-বুবলী-দীঘি ছাড়াও অভিনয় করেছেন সোহেল খান, দিলারা জামান, রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর