করোনার কারণে গত দুই বছর পয়লা বৈশাখ উদযাপন করতে পারেনি বাঙালি। তবে এবার পরিস্থিতি ভিন্ন। অতিমারির জের তেমন একটা নেই। স্বস্ত্বির নিশ্বাস ফেলছে মানুষ। তাই পয়লা বৈশাখের সকাল থেকে শুরু হয়ে গেছে বর্ষবরণের উৎসব।
শোবিজ তারকারাও কেউ কেউ নিজের মতো করে বৈশাখ পালন করছেন। তবে হালের জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম এই উৎসবে শামিল হতে পারছেন না।
বিজ্ঞাপন

পরিবারের সবাই অুসুস্থ থাকায় বৈশাখ নিয়ে কোনো পরিকল্পনা রাখেননি সিয়াম। এ প্রসঙ্গে ঢাকা মেইলকে তিনি বলেন, ‘আমার বাসার সবাই অসুস্থ। আপাতত তাদের সেবা-শুশ্রূষা করাই আমার দায়িত্ব। আমি সেটাই করছি। এর মাঝে কোনো উৎসব আয়োজন নিয়ে ভাবার মানসিকতা আমার নেই। এজন্য বর্ষবরণ নিয়ে কোনো পরিকল্পনা রাখিনি।’
গত বছরের ডিসেম্বরের শেষে সিয়াম জানিয়েছিলেন, তিনি বাবা হতে চলেছেন। স্ত্রীকে সময় দিচ্ছিলেন তখন থেকেই। এবার পরিবারের অন্যান্য সদস্যরাও অসুস্থ। তাই পরিবারের সবাইকে নিয়েই ব্যস্ত থাকতে হচ্ছে এ নায়ককে।

বিজ্ঞাপন
এদিকে সিয়াম অভিনীত পুলিশ অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘শান’ মুক্তি পাচ্ছে রোজার ঈদে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন পূজা চেরি। ছবির পরিচালক এম রাহিম। সিনেমাটির প্রচারে তিনি তৎপর রয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলেই তা স্পষ্ট বোঝা যায়।
আরআর/আরএসও

