শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যে রেকর্ড গড়ল ‘জ্বীন ৩’-এর ‘কন্যা’ গান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৫, ০৪:৪২ পিএম

শেয়ার করুন:

যে রেকর্ড গড়ল ‘জ্বীন ৩’-এর ‘কন্যা’ গান

এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা। এরমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে আব্দুন নূর সজল ও নুসরাত ফারিয়া জুটির প্রথম সিনেমা ‘জ্বীন ৩’। ছবি মুক্তির পর নতুন জুটির অভিনয় দর্শকমহলে ব্যাপক প্রশংসতি হয়েছে। এছাড়াও এই ছবির ‘কন্যা’ গান বাড়তি নজর কেড়েছে সংগীতপ্রেমীদের। এবার জানা গেল নতুন রেকর্ড গড়েছে গানটি।  

Untitled_20250315_140112157_20250318_134319570


বিজ্ঞাপন


আজ বুধবার (৯ এপ্রিল) কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল এক পোস্টে জানিয়েছেন দর্শক শ্রোতাদের ভালোবাসায় কোটি ঘর স্পর্শ করেছে ‘কন্যা’ গান।  ‘কন্যা’ গানের ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, ‘এই ঈদে ‘জাজ মাল্টিমিডিয়া’র ইউটিউব চ্যানেল থেকে দ্রুততম সময়ের মধ্যে ১ কোটি ভিউ হয়েছে।’ ওই পোস্টে দেখা গেছে, ক্যাপশনের পাশে আগুনের ইমোজি ব্যবহার করেছেন তিনি। 

নেটিজেনদের পাশাপাশি তারকারাও বুঁদ 'জ্বীন ৩'-এর 'কন্যা'য়

গানের টিজারে রঙিন হয়ে ধরা দিয়েছেন নুসরাত ফারিয়া ও আব্দুন নূর সজল। এক ঝলক নাচে মন ছুঁয়েছেন দুজন। লাল, হলুদ, সাদায় যেন সৌন্দর্যের ঝাঁপি খুলেছেন ফারিয়া। সুদর্শন সজলে রঙিন হয়েছে ফ্রেম। পাশাপাশি দৃশ্যায়নে উৎসবের ছাপ আরও জাঁকজমক করে তুলেছে।  

482862786_511523851999218_9039676543018617569_n_20250315_140040845_20250318_134346470
  
গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। কণ্ঠের পাশাপাশি ‘কন্যা’র সুর সংগীত ইমরানে। ছবির প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে আগামী ১৭ মার্চ সন্ধ্যা ৭টায় প্রকাশ পাবে গানটি।


বিজ্ঞাপন


'কন্যা' দিয়ে দর্শক মহলে প্রশংসিত সজল

‘জ্বীন’ সিরিজের তৃতীয় সিনেমা ‘জ্বীন ৩’। ২০২৩ সালে মুক্তি পায় এর প্রথম কিস্তি ‘জ্বীন’। গেল বছর প্রেক্ষাগৃহে আসে ছবির দ্বিতীয় অধ্যায় ‘মোনা: জ্বীন-২’। এবার রোজার ঈদে আসছে ‘জ্বীন ৩’। ছবিটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান।

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর