সোমবার, ২০ মে, ২০২৪, ঢাকা

ভীষণ শান্তির ছিল সেই ঈদগুলো: জোভান

রাফিউজ্জামান রাফি
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২২, ০২:০২ পিএম

শেয়ার করুন:

ভীষণ শান্তির ছিল সেই ঈদগুলো: জোভান
ফারহান আহমেদ জোভান । ছবি: সংগৃহীত

দুই বছর ঈদ ছিল ঘরবন্দী। করোনা অতিমারির কারণে সরকার ঘোষিত লকডাউন চলছিল সেসময়। ফলে ঈদের প্রকৃত আনন্দ উপভোগ করতে পারেননি কেউ। স্বস্তির কথা হলো, করোনার চোখ রাঙানিটা এবার নেই। সেকারণে এবারের ঈদ নিয়ে পরিকল্পনার শেষ নেই। প্রাণ খুলে উদযাপনের জন্য মুখিয়ে আছেন সবাই। শোবিজ অঙ্গনেও লেগেছে তার ছোঁয়া। তারকারা নিজেদের মতো করে সাজিয়েছেন ঈদের পরিকল্পনা।

ছোট পর্দার অন্যতম অভিনেতা ফারহান আহমেদ জোভান। তাঁর ঈদ পরিকল্পনা পরিবারকে ঘিরে। তিনি ঢাকা মেইলকে বলেন, ‘ঈদে আমার কাছে পরিবারের প্রাধান্যটা বেশি থাকে। আনন্দের এই দিনটি আমি তাদের সঙ্গে কাটাতেই পছন্দ করি। এবারও তাই করব। পরিবারকে সময় দেব, তাদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেব।’


বিজ্ঞাপন


Jovan

পাশাপাশি ছোটবেলার ঈদ নিয়েও স্মৃতিচারণ করেন জোভান। তিনি বলেন, ‘ছোটবেলার ঈদ কলোনিতে নানুর বাসায় কাটত। ইচ্ছামতো ছোটাছুটি, অনন্দ করতাম সেসময়। কোনো দায়িত্ব ছিল না। চিন্তা-ভাবনাও ছিল না। ভীষণ শান্তির ছিল সেই ঈদগুলো।’

ছোটবেলার ঈদের সঙ্গে বড়বেলার ঈদের তুলনা করে জোভান বলেন, ‘বড় হতেই অনেক দায়িত্ব কাঁধে এসে চেপেছে। ফলে ঈদের আনন্দও বদলে গেছে। ছোটবেলার ঈদের সেই নির্মল আনন্দটা এখন আর নেই।’

করোনার প্রকোপ কমে যাওয়ায় এবারের ঈদ নিয়ে সবার উত্তেজনা বেশি। জোভান নিজেও স্বস্তি প্রকাশ করলেন এজন্য। তবুও অনুরাগীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ জানান তিনি।


বিজ্ঞাপন


Jovan Natok

জোভান এখন ব্যস্ত ঈদের নাটক নিয়ে। একগুচ্ছ নাটক আসছে তাঁর। এরমধ্যে ‘লাভ ভার্সেস ক্রাশ থ্রি’, ‘চমন বাহার’, ‘ও আমার বোন না’ প্রভৃতি উল্লেখযোগ্য।

নাটকগুলোতে তার সঙ্গে সহশিল্পী হিসেবে আছেন— মেহজাবিন চৌধুরী, তানজিন তিশা, টয়াসহ আরও অনেকে। বিভিন্ন টিভি চ্যানেল ও ইউটিউব চ্যানেলে সেগুলো প্রচার হবে।

আরআর/আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর