পথচলা অল্পদিনের হলেও প্রাপ্তির গল্প বেশ অভিনেত্রী নাজনীন নিহার। দর্শকের মনযোগ নিজের নামে লিখে নিয়েছেন। নির্মাতারা তার কাঁধে গল্পের ভার তুলে দিয়ে নির্ভার হচ্ছেন। এ অভিনেত্রীর সহশিল্পীরাও ছোটপর্দার বড় বড় তারকা।
এতকিছু পেয়েও নিজেকে সামলে রেখেছেন নিহা। পা ফেলছেন বুঝেশুনে। কাজ করছেন বেছে বেছে। প্রমাণ কোরবানি ঈদে তার প্রকাশিত কাজের সংখ্যা। ‘লাভ রেইন’ নামে একটি নাটক এসেছে তার। সহশিল্পী তৌসিফ মাহবুব।
বিজ্ঞাপন
এ প্রসঙ্গে ঢাকা মেইলকে নিহা বলেন, ‘আমি একটু বেছে কাজ করি। এটা আমার শেখার সময়। তাই কম কাজ করতে চাই। যেন শেখার সময়টা পাই। যদি বেশি কাজ করি তাহলে কাজের প্রস্তুতি নিতে সময় পাব না। কিন্তু প্রস্তুতি নেওয়াটা আমার জন্য জরুরি। তাই একটি কাজের প্রস্তুতি নেই। সেটি শেষ করে অন্য কাজে যুক্ত হই। সেকারণেই কম কাজ করা হচ্ছে। এ ঈদে তিনটি নাটক আসার কথা ছিল। একটি কোনো কারণে আসেনি। লাভ রেইন মুক্তি পেয়েছে। আরেকটা কিছুদিনের মধ্যেই আসবে।’
‘লাভ রেইন’ নাটকটি বেশ দর্শক সমাদর পাচ্ছে। এতে উচ্ছ্বসিত নিহা। নাটকটি নিয়ে বলেন, ‘ভালোবাসার সঙ্গে বৃষ্টির একটি যোগ আছে। স্রষ্টা খুশি হয়ে বৃষ্টি দেন। আমাদের জীবনেও যখন ভালো সময় আসে তখন বৃষ্টি হয়। আর আমরা সবাই বৃষ্টি পছন্দ করি।’
বিজ্ঞাপন
এই মুহূর্তে বৃষ্টির আনাগোনা বেশ। নিহার কথার ওপর ভর করে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়, তবে কি বাস্তবজীবনেও লাভ-রেইন বিষয়টি সত্যি হয়ে ধরা দিচ্ছে? জবাবে অভিনেত্রী বলেন, ‘না, না। আমার জীবনে প্রেম ভালোবাসা বলতে আমার পরিবার। বাবা মা, ছোটবোন এবং আমার কাজ।’
জনপ্রিয়তা সবার আরাধ্য। অনেকে লম্বা সময় ধরে কাজ করলেও দর্শকপ্রিয়তার ছিটেফোঁটা পান না। অথচ অল্প সময়ে কাঙ্ক্ষিত জনপ্রিয়তা এসে সখ্যতা গড়েছে নিহার সঙ্গে। এজন্য দর্শকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি নিজেকে ভাগ্যবান বলব। এত কম সময়ে দর্শক আমাকে পছন্দ করছেন, আমার কাজ দেখছেন। তাদের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। আমার পরিচালক ও সহশিল্পীদের ধন্যবাদ জানাই। তারা আমাকে অনেক সাহায্য করেছেন। আমিও চেষ্টা করছি শেখার। এখনও অনেক কিছু শেখার আছে।’
শিখতে গিয়ে কি বিপাকে পড়তে হচ্ছে নিহাকে? কেননা শোনা যায়, শুরুর দিকের পথচলায় অভিনয়শিল্পীদের মিডিয়া পলিটিক্সের শিকার হতে হয়। অনেক সময় প্রতিষ্ঠিত শিল্পীরাও হয়ে দাঁড়ান বাঁধা। তবে নিহা বলেন, ‘না, এখনও এরকম অভিজ্ঞতা হয়নি। যাদের সঙ্গে কাজ করেছি তারা সবাই খুব ভালো। আমাকে খুব আদর-স্নেহ করেন এবং ভালোবাসেন।’
সবশেষে নিহা জানান, আপাতত অবসর যাপন করছেন। সময় ভাগ করে নিচ্ছেন পরিবারের সঙ্গে। শিগগিরই ফিরবেন কাজে। নতুন কোনো গল্পের নায়িকা হয়ে নিজেকে মেলে ধরবেন ক্যামেরার সামনে।