ঘুরতে ভালোবাসেন জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নিহা। ফুরসৎ পেলেই ব্যাগ গুছিয়ে উড়াল দেন। এই তো কদিন আগে বিমানে চেপে বসেছিলেন। দেশের বাইরে বেশ ভালো সময় কাটিয়ে ফিরেছেন। এরপরই নিহার সঙ্গে কথোপকথন জমেছিল ঢাকা মেইলের। শুরুটা ভ্রমণ দিয়েই।
ঘুরতে খুব ভালোবাসেন?
বিজ্ঞাপন
হ্যাঁ, অনেক পছন্দ করি। মাঝে মাঝে মনে হয় প্রতি মাসে যদি ঘুরতে যেতে পারতাম। যদিও সে সুযোগ হয় না। তবে নতুন বছর অনেক ঘুরতে চাই। হাতে কিছু কাজ আছে। সেরে দেশের বাইরে যাব। নতুন বছর উদযাপন করতে।

২০২৪ যাই যাই করছে। বছরটি কতটা মসৃণ ও বন্ধুর ছিল?
কাজ, পড়ালেখা, ব্যক্তিগত জীবন— সব মিলিয়ে বেশ ভালো কেটেছে।
বিজ্ঞাপন
এমন কোনো অভিজ্ঞতা কি হয়েছে যা থেকে প্রাপ্ত শিক্ষা নতুন বছর পথ চলতে কাজে লাগবে?
কাজের ব্যস্ততার কারণে পড়াশোনায় সময় কম দেওয়া হচ্ছিল। ফলে খানিকটা পিছিয়ে পড়েছিলাম। হাড়ে হাড়ে টের পাচ্ছি। কেননা কিছুদিন আগে পরীক্ষা গেল। তাই সিদ্ধান্ত নিয়েছি সামনে বছর পড়ার টেবিল ঠিক রেখে কাজ করব।

২০২৫ নিয়ে আপনার প্রত্যাশা বা পরিকল্পনা কী?
অভিনেত্রী হিসেবে এমন কিছু কাজ করতে চাই যা সবাই মনে রাখবেন। দর্শক কোনো না কোনো বার্তা পাবেন। অনেক বেশি না করে ভালো ভালো কাজ করতে চাই। কাজের ক্ষেত্রে প্রথমে চরিত্রে ঢুকতে, প্রস্তুতি নিতে চাই। এরপর অন্য চরিত্রে যুক্ত হতে চাই। এটা আমার শেখার সময়। একসাথে অনেক কাজ করলে শিখতে পারব না। চরিত্র থেকে চরিত্রে জার্নিও ঠিকঠাক হবে না। ওই জায়গা থেকে পরিকল্পনা করেছি নতুন বছর মাসে একটা করে কাজ করব। পাশাপাশি টিভিসি, ওভিসি আর ভার্সিটিতে ক্লাস করব।
বর্তমান ব্যস্ততা…
নতুন বছরের কাজ নিয়ে। ভালোবাসা দিবসে আমার কয়েকটি নাটক আসছে। সহশিল্পী হিসেবে থাকবেন জোভান (ফারহান আহমেদ জোভান) ভাইয়া এবং অপূর্ব (জিয়াউল ফারুক অপূর্ব) ভাইয়া।

যে বছর যাচ্ছে সে বছর নিয়ে কিছু বলার আছে?
কম সময়ে সবার ভালোবাসা পেয়েছি, অ্যাওয়ার্ড পেয়েছি। এগুলো আমার কাছে অনেক কিছু। দায়বদ্ধতা তৈরি হয়েছে। আমাকে এত মানুষ ভালোবাসে সেই ভালোবাসা ধরে রাখতে হবে। সেটা যেন পারি। ২০২৪ সালে আমার দায়িত্ব অনেক বেড়েছে।
থার্টি ফার্স্ট নাইট নিয়ে পরিকল্পনা কী?
প্রতি বছর থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে ঘুরতে যাই। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস নিয়ে এবারও যাব। তবে কোথায় যাব এখনও ঠিক করা হয়নি।
আরআর

