শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

৩০ বছর পর এক সিনেমায় শাহরুখ-সানি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৫, ০১:০৩ পিএম

শেয়ার করুন:

৩০ বছর পর এক সিনেমায় শাহরুখ-সানি

বলিউডের রোমান্স কিং শাহরুখ খান এবং অ্যাকশান হিরো সানি দেওলাকে একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিল 'ডর' ছবিতে। এর মাঝেই কেটে গেছে ত্রিশ বছর। এরপর আর একসঙ্গে কাজ করেননি তারা। দীর্ঘ বিরতির পর একসঙ্গে পর্দায় ফিরছেন সানি-শাহরুখ জুটি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

শাকিবই আমার শাহরুখ খান: অপু বিশ্বাস


বিজ্ঞাপন


বলিউড পাড়ারার খবর ‘ডর’ ছবিতে অভিনয়ের পর দীর্ঘ ১৬ বছর বলিউড বাদশার সঙ্গে কথা বলতেন না সানি দেওল। সম্প্রতি সানি এক স্বাক্ষাৎকারের দীর্ঘ বিরতি ভাঙার ইঙ্গিত দিয়ে বলেন, খুব শীঘ্রই বড় পর্দায় একসঙ্গে দেখা যবে।

srk-1589281117

তিনি যোগ করেন, ‘আমি শাহরুখের সঙ্গে একটাই ছবি করেছি। তাই আরও একটা ছবিতে তার বিপরীতে কাজ করতে চাই। অভিনেতাকে প্রশ্ন করা হয় আবারও ‘ডাবল হিরো’ ছবিতে কাজ করবেন? উত্তরে তিনি বলেন, ‘এটা হলে ভালোই হবে। কারণ, তখন একরকম সময় ছিল, দর্শকদের রুচিও আদালা ছিল। এখন সময় বদলেছে। তাই এমন প্রস্তাব এলে অবশ্যই রাজি।’ 

শাহরুখ খান কোন গাড়িতে চড়েন?


বিজ্ঞাপন


অভিনেতা যখন বলিউডে অভিনয় শুরু করেন সেই সময় চলচ্চিত্র নির্মাতারা সৃজনশীল ছিলেন। নতুন নতুন গল্প নির্মাতে চেষ্টা করতেন। অভিনেতার ভাষায়, ‘আগে, পরিচালকদের ওপর নিয়ন্ত্রণ ছিল। এখন পরিচালকদের ওপর তেমন নিয়ন্ত্রণ নেই। গল্পগুলোও সেভাবে তৈরি হচ্ছে না। যেখানে প্রত্যাক অভিনেতাকে সমান গুরুত্ব দেওয়া হবে।’

1560841866291

বলিউডের পরিবর্তিত পরিস্থিত সম্পর্কে অভিনেতা বলেন, ‘বড় তারকার সঙ্গে ছবিতে কাজ করলেই ছবি হিট হবে, তার গ্যারান্টি নেই। সময়ের সাথে সাথে ইন্ডাস্ট্রি অনেকদূর এগিয়ে গেছে। একটা সময় ছিল দর্শকরা একজন নায়কের ছবি দেখতে চাইত। এখন ওই সিনেমা দেখলে দর্শকরা বিরক্ত হয়। এইজন্যই অনেক তারকা নির্ভর সিনেমা নির্মাণ শুরু হয়েছে।’

শাহরুখ খান এবার খলনায়ক 

বলে রাখা ভালো, সনি দেওল তার মুক্তিপ্রতিক্ষিত ছবি 'জাট' নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ছবিটি  পরিচালনা করেছেন গোপীচাঁদ মালিনেনি। প্রযোজনা করেছেন মাইথেরি মুভি মেকারস। সানি দেওল ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন রণদীপ হুডা, বিনীত কুমার সিং, সায়ামি খের, রেজিনা ক্যাসেন্ড্রা।

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর