বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ঢাকা

শাহরুখ খান কোন গাড়িতে চড়েন?

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৪, ১১:০২ এএম

শেয়ার করুন:

loading/img

বলিউড বাদশা শাহরুখ খান। শক্তিমান এই অভিনেতার জন্মদিন ছিল গতকাল ২ নভেম্বর। বলিউডে যেমন তার দাপুটে বিচরণ তেমনি সড়ক কাঁপিয়ে বেড়ান নামি-দামি গাড়িতে চড়ে। এসআরকের গাড়ির কালেকশন জানলে আপনি রীতিমতো অবাক হবেন। 

শাহরুখ খানের গাড়ি সংগ্রহের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে বুগাটি, রোলস রয়েসের মতো বিলাসবহুল গাড়ি।


বিজ্ঞাপন


আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে দামি গাড়ি এটাই

শাহরুখ খানের কার কালেকশনে সবথেকে ভালো, তাই জেনে নিন বাদশাহের কার কালেকশনের তালিকায় কোন কোন গাড়ি রয়েছে।

srk_2

শাহরুখ খানের গাড়ির সংগ্রহ


বিজ্ঞাপন


বুগাটি ভেরনের দাম: রিপোর্টে জানা যায় সবচেয়ে বেশি, শারুখের কার কালেকশন। এই গাড়ির দাম  ভারতে ১২ কোটি রুপি। এই গাড়িটি ০ থেকে ১০০ গতি ওঠাতে আড়াই সেকেন্ড লাগে এবং এই গাড়ির টপ স্পিড ৪০০ কিলোমিটার প্রতি ঘণ্টা।

রোলস রয়েস ফ্যান্টম ড্রপহেড কুপ: রিপোর্ট অনুযায়ী, কিং খানের কার কালেকশনে রলস রয়্যাস এর লগ্জরি কার অন্তর্ভুক্ত রয়েছে যার মূল্য প্রায় ১০ কোটি রুপি। এই গাড়ির বিশেষত্বের কথা বলতে এই গাড়িতে ৬.৮ লিটার ভি১২ ইঞ্জিন রয়েছে যা ৭৫০ এনএম টর্ক এবং ৪৫৯ এইচপি এর প্যাভার জেনরেট করে।

car

বেন্টলে কন্টিনেন্টাল জিটি মূল্য: শাহরুখ খানের কার কলাশনে এখানে মহঙ্গী কারও রয়েছে যার দাম প্রায় ৩ কোটি ২৯ লাখ রুপি। এই লাক্সারি কার-এ হাইব্রিড ভি৮ ইঞ্জিন হয়েছে যা ১০০০ এনএম টর্ক এবং ৭৭১ বিএইচপি পাওয়ার জেনরেট করে। 

বিএমডব্লিউ আই৮: শাহরুখ খানের রয়েছে কে পাস হাইব্রিড টেকনোলজির স্পোর্টস কার। এই গাড়ির মধ্যে ১.৫ লিটার মেশিনের সঙ্গে ইলেকট্রিক মোটরও রয়েছে যা ৩৫৫ বিএইচপি পাওয়ার এবং ৫৬০ এনএম টর্ক জেনরেট করে। এই লগ্জরি কারের দাম ২.৬২ কোটি রুপি।

রেঞ্জ রোভারপোর্ট:  রোভার কি এসইউভিও পছন্দ করে শাহরুখ খান। এই গাড়িটি ডিজল ভ্যারিয়েন্ট। এই গাড়িতে ৩.০ লিটার ভি৬ ডিজেল ইঞ্জিন পাওয়া যায়। যা ২৫৮ বিএইচপি পাওয়ার জেনরেট করে। এই গাড়ির বর্তমান মূল্য ভারতে ১.৪০ কোটি রুপি।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর