সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ক্যারিয়ার বাঁচাতে ভক্তদের সঙ্গে বৈঠক, পরামর্শ চাইলেন সালমান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৫, ০৬:৫৭ পিএম

শেয়ার করুন:

ক্যারিয়ার বাঁচাতে ভক্তদের সঙ্গে বৈঠক, পরামর্শ চাইলেন সালমান

বক্স অফিসে সফলতা যেন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে সালমান খানের জন্য। একের পর এক ছবি মুখ থুবড়ে পড়ায় ক্যারিয়ার তার হুমকির মুখে। সবশেষ মুক্তিপ্রাপ্ত সিকান্দারে সিনেমার ব্যর্থতা কাঁপিয়ে দিয়েছে ভাইজানের ভিত। এ অবস্থায় ঘুরে দাঁড়াতে ভক্তদের শরণাপন্ন হলেন সালমান। চাইলেন পরামর্শ। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, গেল ৫ এপ্রিল মুম্বাইয়ের এক অনুষ্ঠানে একদল ভক্তের সঙ্গে দেখা করেন ভাইজান। সেখানেই অনুরাগীদের সঙ্গে নিজের সাম্প্রতিক কাজ, ক্যারিয়ার, ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছু নিয়েই খোলামেলা আলোচনা করেন অভিনেতা। 

sala_20250322_134851161

সূত্রের খবর, অনুরাগীদের থেকে সালমান সরাসরি জানতে চান, তাকে নিয়ে অনুরাগীদের প্রতিক্রিয়া ও প্রত্যাশা ঠিক কী? ‘সিকান্দার’কে নিয়ে নিজেদের মতামত দিয়েছেন ভক্তরাও। অনুরাগীদের এই ভালোবাসা ও উদ্বেগ সালমানের মনে গভীর প্রভাব ফেলেছে। শোনা যাচ্ছে, আগামীদিনে তিনি দর্শকের পছন্দ ও চাহিদার কথা মাথায় রেখেই ছবি নির্বাচন করবেন। 

‘সিকান্দার’ নির্মাণ করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা ও এআর মুরুগাদোস। সালমানের বিপরীতে আছেন রাশমিকা মান্দানা। বিশাল বাজেটের এ সিনেমা ৭ দিনে ছুঁয়েছে মাত্র শত কোটির ঘর। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর