নারী পুরুষের সম্পর্কের সংজ্ঞার শেষ নেই। শেষ নেই কৌতূহলেরও। এরসঙ্গে যখন যোগ হয় যৌনতা তখন যেন তা আরও চর্চার বিষয় হয়ে ওঠে। বিষয়টি নিয়ে টলিউড অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায়ের রয়েছে ব্যক্তিগত মতামত। তিনি মনে করেন, আজকাল যৌনমিলন যেন ভালোবেসে পোশাক কেনার মতো বিষয় হয়ে উঠেছে।
ভারতীয় সংবাদমাধ্যমকে অনুরাধা বলেন, ‘‘যৌনমিলন তো এখন ভালোবেসে পোশাক কেনার সমতুল্য হয়ে গেছে! কাউকে পছন্দ হলো। তারপর শারীরিক নৈকট্য তৈরি হলো।’’ সেইসঙ্গে পাল্টা যুক্তি তুলে বললেন, ‘‘কিন্তু একটা সময় পর শারীরিক আকর্ষণ তো কমে যায়। তখন দেখা যায় যে, মানুষটার সঙ্গে হয়তো মনের মিলই নেই।’’
বিজ্ঞাপন
এ প্রসঙ্গে নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্টও দিয়েছেন অনুরাধা। সেখানে লিখেছেন, ‘‘মানুষ ভাবে, নৈকট্য মানেই তার সঙ্গে যৌনমিলনের যোগসূত্র রয়েছে। কিন্তু নৈকট্যের সঙ্গে সত্যের যোগ রয়েছে। যখন কেউ অন্যকে তার সত্য বলার উপলব্ধি করে, যখন কেউ অন্যের সামনে খোলাখুলি দাঁড়ানোর পর উল্টো দিক থেকে উত্তর আসে যে ‘তুমি আমার কাছে সুরক্ষিত রয়েছ’— সেটাই আসলে নৈকট্য।’’
টলিউডের জনপ্রিয় মুখ অনুরাধা। হাতে রয়েছে একগুচ্ছ সিরিয়ালের কাজ। বর্তমানে তাকে দেখা যাচ্ছে ‘তুমি আমার হিরো’ নামের একটি ধারাবাহিক। এছাড়া এ তারকা অভিনীত সিনেমাও আছে মুক্তির অপেক্ষায়।
আরআর