শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

‘পুষ্পা ২’-এর ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে জুতা হজম আল্লু-রাশমিকার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৪, ০৪:০২ পিএম

শেয়ার করুন:

‘পুষ্পা ২’-এর ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে গিয়ে জুতা হজম আল্লু-রাশমিকা

গতকাল রোববার মুক্তি পেয়েছে বছরের সবচেয়ে প্রতিক্ষীত দক্ষিণী ছবি ‘পুষ্পা ২’-এর ট্রেলার। আল্লু অর্জুন-রাশমিকা মান্দানার ভক্তদের প্রত্যাশার শতভাগ পূরণ করেছে। তবে ট্রেলার প্রকাশ্যের অনুষ্ঠানে গিয়ে জুতা হজম করতে হয়েছে তাদের। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

পাটনার গান্ধী ময়দানে অনুষ্ঠিত হয় ‘পুষ্পা ২’-এর ট্রেলার উন্মোচন অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন আল্লু-রাশমিকা। তাদের দেখতে সকাল থেকে ভিড় জমতে থাকে অনুষ্ঠানস্থলে। ধীরে ধীরে বাড়তে থাকে কোলাহল। এক সময় পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। 


বিজ্ঞাপন


WhatsApp-Image-2024-11-11-at-13.10.46

আল্লু-রাশমিকাকে একবার দেখতে সাউন্ড টাওয়ারের ওপর উঠে পড়েন দর্শকরা। মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার উপক্রম হয়ে দাঁড়ায়। কিছু মানুষ ব্যারিকেড ভেঙে দেন। তারকাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে থাকেন। বাধা দিতে চাইলে ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা। ছুড়তে থাকে জুতা, চটি। 

এমন পরিস্থিতে অনুষ্ঠানস্থলে থাকা নিরাপদ মনে করেননি আল্লু ও রাশমিকা। কয়েক মুহূর্ত মঞ্চে থেকে বেরিয়ে যান তারা। এ প্রসঙ্গে পাটনার সিনিয়র সুপারিটেনডেন্ট অফ পুলিশ রাজিব মিশ্র বলেন, ‘সকলের ওপর লাঠিচার্জ করেনি পুলিশ। যারা ব্যারিকেড অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তাদেরই সরিয়ে দেওয়া হয়েছে।’

asddddddwwwwwdddddddsdddssd-1680941931


বিজ্ঞাপন


ফার্স্টলুকের মতো টিজারেও আল্লু অর্জুনকে ‘গাংগাম্মা থাল্লি’র অবতারে দেখা গেছে। শোনা যায়, ‘গাংগাম্মা থাল্লি’ তিরুপতির গ্রাম দেবতা। যার জন্ম হয় সেখানকার অত্যাচারী, ধর্ষক শাসক পালেগোন্ডুলুকে হত্যা করার জন্য।

২০২১ সালের ১৭ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পায় ‘পুষ্পা: দ্য রাইজ’। সারা দেশের বক্স অফিসে ঝড় তুলেছিল আল্লু অর্জুন, ফাওয়াদ ফাসিল, রশ্মিকা মন্দানার ছবি। ছবির দ্বিতীয়ভাগ অর্থাৎ ‘পুষ্পা: দ্য রুল’-এর শুটিং ২০২২ সালেই শুরু হয়। এবার মুক্তির পালা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর