মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

‘বরবাদ’ নিয়ে দেশব্যাপী যা হচ্ছে

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৫, ০৪:২৮ পিএম

শেয়ার করুন:

loading/img

সিনেমা হলে রমরমিয়ে চলছে মেগাস্টার শাকিব খানের ঈদের সিনেমা ‘বরবাদ’। দর্শকের উপচে পড়া ভিড় প্রেক্ষাগৃহগুলোতে। কোথাও চাপ মাত্রাতিরিক্ত। সে সব চাপ মেটাতে গিয়ে দেশব্যাপী যা হচ্ছে তাই নিয়ে আজকের আয়োজন।

বিশেষ লেট নাইট শো: বুড়িগঙ্গার তীরে অবস্থিত পুরান ঢাকার প্রথম মাল্টিপ্লেক্স লায়ন সিনেমাসে ‘বরবাদ’দেখতে ভিড় করছেন সিনেমাপ্রেমীরা। দর্শকের চাপ মাথায় রেখে গেল বৃহস্পতিবার (৩ এপ্রিল)রাত ১০টা ৫০ মিনিটে চালু করা হয় বিশেষ লেট নাইট শো। পরদিন শুক্রবার রাত ১১টা ১০-এ যোগ হয় আরও একটি শো।


বিজ্ঞাপন


488218525_662168143237586_5569061382687155395_n

সিনেমা হলে পুলিশ মোতায়েন: শেরপুরের সত্যবতী সিনেমা হলে ‘বরবাদ’দেখতে উপচে পড়েন শাকিবিয়ানরা। পরিস্থিতি সামাল দিতে অবশেষে মোতায়েন করা হয় পুলিশ। নাকের ডগায় নিশ্বাস নিয়ে চলা ঢালিউডে এমন দৃশ্য আশা জাগানিয়া।

১৮ বছর পর সিনেমা হলে দর্শক: ‘বরবাদ’ শুধু নিয়মিত দর্শকদের হলে ফেরাচ্ছে না। দীর্ঘদিন ধরে যারা হল বিমুখ তাদেরও টেনে আনছে। ১৮ বছর পর সেন্টু নামের এক দর্শক হলে ফিরেছেন শুধু শাকিব খানের এ সিনেমাটি দেখতে। ঢাকা মেইলকে সেন্টু নামের ওই দর্শক নিজেই নিশ্চিত করেছেন খবরটি। 

486846721_1211860180307355_8545002508373568120_n


বিজ্ঞাপন


বেড়েই চলেছে উন্মাদনা: এদিকে ঈদের ষষ্ঠ দিনে এসেও কমেনি ‘বরবাদ’-এর উন্মাদনা। সিঙ্গেল স্ক্রিনে চলছে হাউজফুল। মাল্টিপ্লেক্সগুলোতে ক্রামগত বাড়ছে শো। গতকাল শুক্রবার মাল্টিপ্লেক্সেই ছবিটির ৬৬টি শো প্রদর্শিত হয়েছে।

‘বরবাদ’ নির্মাণ করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে শাকিব ফের জুটি বেঁধেছেন ইধিকা পালের সঙ্গে। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন