শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ঢাকা

‘বরবাদ’-এর প্রযোজকের পরের ছবিতেও শাকিব! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০ মার্চ ২০২৫, ০৬:৫৩ পিএম

শেয়ার করুন:

‘বরবাদ’-এর প্রযোজকের পরের ছবিতেও শাকিব! 

গেল কোরবানি ঈদে সিনেমা হলে ‘তুফান’ তোলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এবার সবাইকে করবেন ‘বরবাদ’। শাকিবিয়ানরাও মুখিয়ে আছেন ‘বরবাদ’ হতে। এরইমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন পরিচালক মেহেদী হাসান হৃদয়।

এরইমধ্যে এলো কিং খানের নতুন সিনেমার খবর। এ ছবিতে থাকছেন হলিউড তারকা। বিষয়টি জানিয়েছে ‘বরবাদ’ ছবিটির প্রযোজক শাহরিন আক্তার সুমি। তার প্রযোজনা সংস্থা থেকেই নির্মাণ করা হবে সিনেমাটি।


বিজ্ঞাপন


এ প্রযোজক বলেন, আগে থেকে সবকিছু বলার চেয়ে আমরা কাজ আরম্ভ করে জানাবো। তবে ইতোমধ্যে প্রাথমিক কাজ শুরু করেছি। আগামীতে বিস্তারিত অ্যানাউন্সমেন্ট দিয়ে জানাব।

‘বরবাদে’র মাধ্যমে শাকিবের সঙ্গে ফের জুটি বেঁধেছেন পশ্চিমবঙ্গের ইধিকা পাল। ছবিটিতে মারকাটারি অংশের দায়িত্ব সম্পন্ন করেছেন মুম্বাইয়ের অ্যাকশন ডিরেক্টর রবি বর্মা। কোমর দুলুনির জন্য নির্ভর করা হয়েছে বি-টাউনের ড্যান্স কোরিওগ্রাফার আদিল শেখের ওপর। গানে প্রীতমসহ থাকছেন বলিউডের শিল্পীরা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর