বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

শুভ জন্মদিন ছোট্ট রাজকুমার: শাকিব খান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০২৫, ০৭:১৩ পিএম

শেয়ার করুন:

loading/img

ঢালিউড সুপারস্টার শাকিব খানের ছোট ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন আজ (২১ মার্চ)।  চার পেরিয়ে পাঁচ বছরে পা রেখেছে সে। ছেলের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে এক পোস্ট করেছেন অভিনেতা।

কোটি টাকার গানে শাকিব খান, সঙ্গে একঝাঁক তারকা 


বিজ্ঞাপন


ওই পোস্টে দেখা গেছে মোবাইল হাতে শুয়ে আছেন বীর এবং পাশেই হাসিমুখে দাঁড়িয়ে শাকিব। সামনে এক গুচ্ছ সাদা গোলাপ ফুল। বাবা ছেলের খুনসুটির মুহূর্ত পোস্টে করে ছেলের ভবিষ্যতের জন্য দোয়া করেছেন অভিনেতা। 

485745468_1694672148130218_2030357312554032013_n485745468_1694672148130218_2030357312554032013_n

শুক্রবার (২১ মার্চ) দুপুরে ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ছোট্ট রাজকুমার। বড় হয়ে একজন সত্যিকারের ভালো মানুষ হও। মহান আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি, পৃথিবীর সব সুখ আর সফলতাকে যেন তুমি স্পর্শ করতে পারো তোমার জীবনে।

রেকর্ড সংগ্রহের পর জয়ের দেখাও পেল শাকিব খানের ঢাকা


বিজ্ঞাপন


তিনি আরও লিখেছেন, ‘মনে রেখো, যখনই তোমার আমাকে প্রয়োজন হবে, আমি সবসময় তোমার পাশে আছি, ভালোবাসি!’

62253140b8ef0701f469b967437e8ea2bf6e5b2942f40942

বলে রাখা ভালো, ২০১৯ সালে ‘বীর’ সিনেমা শুটিংয়ের সময় গুঞ্জন ছড়ায় অন্তঃসত্ত্বা হয়েছেন অভিনেত্রী বুবলী। তার গর্ভে শাকিব খানের সন্তান। তড়িঘড়ি করে ওই ছবির কাজ শেষে দীর্ঘ দিন আড়ালে চলে যান তিনি। শেহজাদ খান বীর ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী শবনম বুবলীর একমাত্র ছেলে।

ঢাকা ক্যাপিটালস নিয়ে আরও চমক দিতে চান শাকিব খান
   
এরপর ছেলের জন্মের আড়াই বছর পর ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর বীরকে প্রকাশ্যে আনেন অভিনেত্রী। ওই সময় তিনি জানান, গোপনে বিয়ে করেছিলেন এই তারকা জুটি। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর

News Hub