শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

যুক্তরাষ্ট্রের টাইমস স্কয়ারে শাকিবের জন্মদিন উদযাপন 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৪, ১২:০১ পিএম

শেয়ার করুন:

loading/img

ঢালিউড ভাইজানের জন্মদিন বলে কথা। অনুরাগীদের উচ্ছ্বাসের কমতি থাকবে না, এটাই স্বাভাবিক। যে যার অবস্থান থেকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন প্রিয় নায়ককে। বিশেষ এই দিনটির জন্য ভক্তদের জন্য যে কতটা বিশেষ তা বোঝা গেল কিং খানের ৪৫ বছর পূর্ণ হওয়ার দিন। আমেরিকার টাইমস স্কয়ারে উদযাপিত হলো দিনটি।

শাকিবের যুক্তরাষ্ট্র প্রবাসী ভক্তদের আয়োজন ছিল এটি। উদ্যোগে ছিলেন শাকিবিয়ান এফ এ ফারজানা। এবারই প্রথম যুক্তরাষ্ট্রে বসে ভক্তরা আয়োজন করে জন্মদিন পালন করলেন শাকিবের। জন্মদিন উদযাপনের খবরটি দিয়েছেন ফারজানা। 


বিজ্ঞাপন


সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ মুহূর্তটির কয়েকটি স্থিরচিত্র শেয়ার করেছেন ফারজানা। যেখানে দেখা যায়, টাইমস স্কয়ারের ডিজিটাল বিলবোর্ডে শোভা পাচ্ছে শাকিবের একটি ছবি। স্ক্রিনে বড় অক্ষরে লেখা—‘আমরা তোমাকে ভালোবাসি’।

434572803_2168008163540655_957766509783601762_n

আরও একটি ছবিতে দেখা গেছে শাকিবের জন্মদিনের কেক কাটছেন ফারজানাসহন অন্য ভক্তরা। ছবির ক্যাপশনে এ নারী শাকিবিয়ান লিখেছেন, ‘হ্যাপি বার্থ ডে টু গ্লোবাল স্টার শাকিব খান! একজন শাকিবিয়ান হিসেবে আমার স্বপ্ন আজ সত্যি হয়েছে। আমার দেশের সুপারস্টারের শুভ জন্মদিন আজ বর্হিবিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক শহর নিউইয়র্ক টাইমস স্কয়ারে পালন করলাম। এরপর বিশ্বাস রাখি আরও বড় পরিসরে ভিন্ন আঙ্গিকে প্রিয় নায়ক শাকিব খানকে উপস্থাপন করব।’

দেড় দশকেরও বেশি সময় ধরে ঢালিউডে রাজত্ব করছেন শাকিব খান। একের পর এক হিট সিনেমায় অভিনয় করে অনুরাগীদের মনে চড়া দামে জায়গা কিনে নিয়েছেন।


বিজ্ঞাপন


434598128_2168008216873983_500614408678156942_n_(1)

শাকিব খানের প্রকৃত নাম মাসুদ রানা। তার বাবা ছিলেন একজন সরকারি চাকরীজীবী। মা গৃহিণী। তারা এক ভাই ও এক বোন। তার ইচ্ছা ছিল চিকিৎসক বা ইঞ্জিনিয়ার হওয়ার। কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। ভাগ্য তাকে সিনেমায় নিয়ে এসেছে। বানিয়েছে সুপারস্টার।

সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় শাকিবের। ১৯৯৯ সালের ২৮ মে সিনেমাটি মুক্তি পায়। ক্যারিয়ারের প্রথম ছবি তাকে সফলতা এনে না দিলেও ধীরে ধীরে নিজের দক্ষতার পরিচয় দিয়ে হয়ে ওঠেন এক নম্বর নায়ক।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর