শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

এক বাড়িতে থেকেও মায়ের মুখ দেখতেন না আমির খান 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৪, ১২:০৪ পিএম

শেয়ার করুন:

loading/img

বলিউড তারকা আমির খানের মাতৃভক্তির কথা কারও অজানা ন। একবার তো মায়ের চিকিৎসার জন্য মুম্বাই ছেড়েছিলেন তিনি। কিন্তু একসময় একই বাড়িতে থেকেও সেই মায়ের সঙ্গে কথা বলতেন না আমির। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা নিজেই জানিয়েছেন অভিনেতা।

আরও পড়ুন: আমির-ফাতিমার ভিডিও ভাইরাল, চটেছেন অনুরাগীরা

তবে এর পেছনে অন্য কোনো কারণ নেই। ওই সময় এতটাই কাজ পাগল ছিলেন যে আমির তার মায়ের মুখ দেখার সময়-ই পেতেন না মিস্টার পারফেকশনিস্ট। 

jannat

তিনি বলেন, ‘আমার তৎকালীন স্ত্রী কিরণ রাও আমাকে প্রায়ই বলত, আমির, তুমি হয়তো এখন আমাদের সঙ্গে বসে আছ, গল্প করছ কিন্তু কিন্তু মনটা তোমার পড়ে রয়েছে কাজের মধ্যে। ‌ মানসিকভাবে নিজের কাজের মধ্যেই ডুবে থাকো তুমি সে যতই তুমি আমাদের সঙ্গ দাও না কেন।’ 

আরও পড়ুন: ভারত নারীদের জন্য নিরাপদ না: স্বরা ভাস্কর

এরপর মায়ের কথা উল্লেখ করে আমির বলেন, ‘কিরণ আরও বলত, তুমি তো প্রায়ই আমার কাছে দুঃখ করে বলো মায়ের সঙ্গে তোমার কথা হয়না দেখা হয় না। কেন হয় না? উনি তো আমাদের বাড়ির মাত্র দুটো ফ্লোরের ওপরে থাকেন?। ঠিক এতটাই কাজপাগল মানুষ ছিলাম আমি। ক্যারিয়ারে গত ৩৫টা বছর উন্মদের মতো শুধুই কাজ করে গিয়েছি।’

hq720

অনেকদিন হলো বক্স অফিসে সাফল্যের মুখ দেখছেন না আমির। তবে অভিনেতা হিসেবে ব্যর্থ হলেও প্রযোজক হিসেবে পেয়েছেন আলোর দিশা। তার প্রযোজিত সিনেমা ‘লাপাতা লেডিস’ বক্স অফিসে দারুণ সফলতা পেয়েছে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন