দর্শকের মন ছুঁয়েছে ‘লাপাতা লেডিস’। আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও পরিচালিত ছবিটি বক্স অফিসের মতোই সাড়া ফেলেছে ওটিটি মাধ্যমে। এতে অভিনয় করে প্রশংসিত হচ্ছেন নিতাংশী গোয়েল।
‘লাপাতা লেডিস’-এ ফুল চরিত্রে অভিনয় করেছেন নিতাংশী। তার অভিনীত চরিত্রটি হারানোকে কেন্দ্র করেই এগিয়েছে ছবির গল্প। জানেন কি কে এই নিতাংশী? কীভাবে সুযোগ পেলেন এ সিনেমায়? ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
বিজ্ঞাপন
ছবিতে দেখানো হয়েছে ফুলের বয়স মাত্র ১৮ বছর। বাস্তবেও খুব একটা বড় নন তিনি। এখনো প্রাপ্তবয়স্কও হননি ফুল। তার আসল নাম নিতাংশী গোয়েল। তার জন্ম ২০০৭ সালে। বর্তমান বয়স ১৬ বছর।
আরও পড়ুন: জুয়া কাণ্ডে গ্রেফতার অভিনেতা
সামাজিক মাধ্যমে খুব সক্রিয় এই ফুল। ইতোমধ্যে তার অনুরাগী ১০.২ মিলিয়ন। তার জন্ম দিল্লির নয়ডায়। লকডাউনের সময় কনটেন্ট বানানো শুরু করেন তিনি। সেখান থেকেই মেলে জনপ্রিয়তা। তবে ‘লাপাতা লেডিস’-এ সুযোগ পাওয়া মোটেও সহজ ছিল না। রীতিমতো অডিশন দিতে হয় তাকে।
আরও পড়ুন: মেয়ের মৃত্যুর জন্য মৌসুমী দায়ী, অভিযোগ মেয়ে জামাইয়ের
বিজ্ঞাপন
অডিশনে এতটা ভালো পারফর্ম করেন যে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই নির্বাচিত হয়ে যান। সুযোগ পান কিরণ ও আমির খানের সঙ্গে বসে লাঞ্চ করারও। কিরণও পেয়ে যান তার ফুলকে।
‘লাপাতা লেডিস’-এ নিতাংশী ছাড়াও অভিনয় করেছেন প্রতিভা রত্না, স্পর্শ শ্রীবাস্তব, অভিনয় রবি কিষাণও। ছবিটির প্রযোজনা করেছে আমির খানের প্রোডাকশন হাউস এবং কিন্ডলিং প্রোডাকশন।