শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

শাকিব খান আমাকে সাহস ও শক্তি দিয়েছেন: ‘বরবাদ’-এর পরিচালক

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫১ পিএম

শেয়ার করুন:

loading/img

গেল কোরবানি ঈদে সিনেমা হলে ‘তুফান’ তোলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এবার সবাইকে করবেন ‘বরবাদ’। শাকিবিয়ানরাও মুখিয়ে আছেন ‘বরবাদ’ হতে। এরইমধ্যে ছবিটির দৃশ্যধারণের কাজ শেষ। ফলে স্বস্তির নিশ্বাস ফেলছেন ছবির পরিচালক মেহেদী হাসান হৃদয়।

সামাজিক মাধ্যমে তিনি প্রকাশ করেছেন তা। আজ শুক্রবার নিজের ফেসবুকে শাকিবকে নিয়ে নির্মাতা লিখেছেন, ভাইয়া আপনার সাথে কাজ করে খুব ভালো লাগছে


বিজ্ঞাপন


এরপর লেখেন, ‘বরবাদ’-এ মেগাস্টার শাকিব খানের সঙ্গে আমার প্রথম কাজ। এক বছরের এই দীর্ঘ পথচলায় তিনি আমার কাছে ভাইয়ের মতো ছিলেন। আমাকে সাহস এবং শক্তি দিয়েছেন। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। 

এরপর লেখেন, তার পেশাদারিত্ব, কাজের প্রতি নিষ্ঠা আমাকে মুগ্ধ করেছে। আমার কাঁধে তার হাত রাখাটা আমাকে অনুপ্রাণিত করেছে। নতুন কিছু করতে অনুপ্রাণিত করেছে। কোটি কোটি মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকুন। সুস্থ থাকুন।

‘বরবাদে’র মাধ্যমে শাকিবের সঙ্গে ফের জুটি বেঁধেছেন পশ্চিমবঙ্গের ইধিকা পাল। ছবিটিতে মারকাটারি অংশের দায়িত্ব দেওয়া হয়েছিল মুম্বাইয়ের অ্যাকশন ডিরেক্টর রবি বর্মাকে। কোমর দুলুনির জন্য নির্ভর করা হয়েছিল বি-টাউনের ড্যান্স কোরিওগ্রাফার আদিল শেখের ওপর। গানে প্রীতমসহ আছেন বলিউডের শিল্পীরা।

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর


News Hub