বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ঢাকা

হইচইয়ে এলো ‘জিম্মি’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৫, ০২:১০ পিএম

শেয়ার করুন:

loading/img

রুনা লায়লা একজন সরল কিন্তু দৃঢ়চেতা নারী। সরকারি বিদ্যুৎ অফিসে চাকরি করেন তিনি। তার জীবন এক ভয়াবহ মোড় নেয় যখন সে অফিসে টাকা ভর্তি এক লুকানো বক্স পায়। লোভের বশবর্তী হয়ে বিপজ্জনক পরিণতির কথা ভেবে সে বাক্সটা নিয়ে নেয়। সেই বক্সকে ঘিরে একের পর এক ঘটনা ঘটতে থাকে তার জীবনে।

৭ পর্বের ব্ল্যাক কমেডি জনরার সিরিজ ‘জিম্মি’-তে আশফাক নিপুন এমনই এক রুনা লায়লার গল্প দেখিয়েছেন। আজ শুক্রবার ২৮ মার্চ হইচইয়ে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ।


বিজ্ঞাপন


jaya-new-dp-20250322201952

মুখ্য চরিত্রে অর্থাৎ রুনা লায়লা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। ‘জিম্মি’ দিয়েই ওয়েব সিরিজে আত্মপ্রকাশ করলেন এই অভিনেত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি নতুন কোনো কাজ করার আগে তিনটা বিষয় সবসময় খেয়াল করি। সেটা হলো গল্প, চরিত্র ও পরিচালক। জিম্মি-র ক্ষেত্রে এগুলো সব মন মতো মিলে গিয়েছিল। তাই আর দেরি করিনি।’

জয়া আহসান আমার নসিবে ছিল: জয় 

এই সিরিজে আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়, রাফিউল কাদের রুবেল, প্রান্তর দস্তিদার, মাহমুদ আলম, অশোক ব্যাপারী, আরফান মেধা শিব্লু, মুনিরা বেগম মিমি, শাহাদত শিশির সহ আরও অনেকে।


বিজ্ঞাপন


481197753_10161010386101717_1880064466929783902_n_20250314_150322494

‘জিম্মি’র চিত্রনাট্যে ও পরিচালনা করেছেন আশফাক নিপুন। তিনি বলেন, ‘আমি জিম্মি নির্মাণের মাধ্যমে নতন রকমের গল্প বলার চেষ্টা করেছি। এই সিরিজে সামাজিক বাস্তবতা, মানবিক অনুভূতি ও বিনোদনের মেলবন্ধন রয়েছে। এইটুক বলতে পারি, দর্শক অবশ্যই নতুন কিছু উপভোগ করবে। হইচই-তে মিক্তি পেয়ে গেছে জিম্মি, এখন জিম্মি পুরোপুরি দর্শকের জিম্মায়।’

সরকারি চাকরিজীবী রুনার জীবন ধীরে ধীরে বদলাতে থাকে!

পাবনা, কক্সবাজারসহ ঢাকার বেশ কিছু স্থানে শুটিং করা হয়েছে। দুর্দান্ত ও সুনিপুণ হাতে  সিনেমাটোগ্রাফি করেছেন বরকত হোসেন পলাশ। সিরিজটি সম্পদনা করেছেন জুবায়ের আবীর পিয়াল। মিউজিক এন্ড ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন জাহিদ নীরব। কস্টিউম ডিজাইন করেছেন বিজয়া রত্নাবলী। আর্ট ডিরেকশন দিয়েছেন কনক টিটু আর মেক-আপ আর্টিস্ট ছিলেন এম কে হোসেন।

আশফাক নিপুনের ‘জিম্মি’তে জয়া

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর