রোববার, ১৬ মার্চ, ২০২৫, ঢাকা

আশফাক নিপুনের ‘জিম্মি’তে জয়া

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৫, ০৩:০৪ পিএম

শেয়ার করুন:

loading/img

আসন্ন ঈদে ওটিটি এবং প্রেক্ষাগৃহ মিলে মুক্তি পাচ্ছে এক ডজন ছবি। ঈদকে সামনে রেখে শুরু হয়েছে সিনেমাগুলোর প্রমোশন। অন্তর্জালে একে একে প্রকাশিত হচ্ছে ছবির পোস্টার, গান এবং ট্রেলার। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে শাকিব খান, আফরান নিশো ও সিয়ামের ছবির টিজার। এবার সেই তালিকায় যুক্ত হলেন জয়া আহসান। 

জয়া অভিনীত সিনেমা ছাড়া ঈদ কল্পনা অসম্ভাব। ভক্তদের কাছে ‘এভারগ্রিন’ তকমা পাওয়া এ অভিনেত্রী এবার নির্মাতা আশফাক নিপুণের পরিচালনায় ওয়েব সিরিজ ‘জিম্মি’ দিয়ে হাজির হচ্ছেন ওটিটির পর্দায়। ওয়েব সিরিজে প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে। 


বিজ্ঞাপন


482080570_1230674855091772_7692666675279507113_n

জয়া আহসান বহু বছর ধরে নাটক-সিনেমাতে কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করেছেন। অভিনয়ে অত্যন্ত চুজি এই নায়িকা গণমাধ্যমকে দেওয়া এক স্বাক্ষাৎকারে বলেন,  ‘আমি নতুন কোনো কাজ করার আগে তার গল্প, চরিত্র ও পরিচালক এই তিনটি বিষয় খেয়াল করি। জিম্মি-র ক্ষেত্রে এগুলো সব মন মতো মিলে গিয়েছিল। সেই সাথে ওয়েব সিরিজের শুরুটা করছি হইচই-এর সাথে। সব মিলিয়ে বিষয়টা বেশ রোমাঞ্চের।’ 

474633150_18262384453281767_7695380470011785584_n

‘মহানগর’সিরিজ দিয়ে দর্শকপ্রিয়তা অর্জান করেছেন নির্মাতা আশফাক নিপুণ। এবারের ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিরিজি নিয়ে উচ্ছ্বসিত তিনি।


বিজ্ঞাপন


নিপুণ বলেন,‘জিম্মি’ওয়েব সিরিজে নতুন গল্প বলার চেষ্টা করেছি। এই সিরিজে সামাজিক বাস্তবতা, মানবিক অনুভূতি ও বিনোদনের মেলবন্ধন রয়েছে।’ 

481197753_10161010386101717_1880064466929783902_n

জয়ার সঙ্গে কাজের অভিজ্ঞতা সম্পর্কে নির্মাতা বলেন, ‘জয়া আহসান পরীক্ষিত একজন অভিনেত্রী। গল্পের প্রয়োজনে আমরা এমন একজন অভিনয়শিল্পী চেয়েছিলাম, যার অভিনয়গুণে চরিত্রটি জীবন্ত হয়ে উঠবে। তিনি আমদের সেই প্রত্যাশা পূরণ করেছেন।’

বলে রাখা ভালো, ২৮ মার্চ ‘জিম্মি’ মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে।

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন