শাকিব খান সম্পর্কের সুতা কেটে দিলেও ভুলতে পারেননি অপু বিশ্বাস ও শবনম বুবলী। সন্তানের পিতার জন্য আগের মতোই ভালোবাসা প্রদর্শন করেন তারা। বিভিন্ন সংকটে শাকিবের হয়ে সরব হন। অভিনেতার এবারের জন্মদিনেও তার ব্যতিক্রম হলো না।
বিজ্ঞাপন
ঘড়ির কাঁটায় ১২ টা বাজতেই কিং খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন দুই অভিনেত্রী।
আজ শাকিব খানের জন্মদিনে সাবেক স্বামীর প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছেন সিনেমার দৃশ্যে দুজনার একটি ফ্রেম ফেসবুকে পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে অপু বিশ্বাস লিখেছেন, ‘শুভ জন্মদিন জীবন্ত মেগাস্টার শাকিব খান।’ হ্যাসট্যাগ দিয়ে লিখেছেন, আমার শাহরুখ খান।
বিজ্ঞাপন
অন্যদিক অভিনেত্রী শবনম বুবলী তার সিনেমা প্রোডাকশন হাউসের পক্ষ থেকে কিং খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। প্রোডাকশন হাউসের পেজে শেয়ার করা ছবির কার্ড নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘শুভজন্মদিন শাকিব খান, বাংলা সিনেমার মহারাজা।’
১৯৮৩ সালের ২৮ মার্চ নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন অভিনেতা। আজ বিয়াল্লিশ তম জন্মদিন এই অভিনেতার। শাকিব খানের প্রকৃত নাম মাসুদ রানা। ১৯৯৯ সালে নির্মাতা সোহানুর রহমান সোহান পরিচালিত‘অনন্ত ভালোবাসা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন শাকিব খান।
ঢালিউড সিনেমার মেগাস্টার শাকিব খান এ পর্যন্ত চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ভারতের টালিগঞ্জেও বেশ জনপ্রিয় তিনি।
ইএইচ/