রোববার, ৩০ মার্চ, ২০২৫, ঢাকা

মারা গেলেন জনপ্রিয় অভিনেতা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৫, ০২:০১ পিএম

শেয়ার করুন:

loading/img

দক্ষিণী সিনেমাপাড়ায় আবারও শোকের ছাঁয়া। মারা গেলেন অভিনেতা এবং কারাতে বিশেষজ্ঞ শিহান হুসেইনি৷ আজ মঙ্গলবার ২৫ মার্চ চেন্নাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এ অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। পরিবারের পক্ষ থেকে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

‘কারাগারের ৮০ ভাগ নারীই নির্দোষ’


বিজ্ঞাপন


ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন শিহান। চেন্নাইয়ের একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। তবে সবাই কে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন বর্ষীয়ান অভিনেতা। 

102810_0721_shihan1

অভিনেতার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তামিলনাড়ু রাজ্যের মাদুরাইতে তাকে সমাহিত করা হবে। তার আগে শেষ শ্রদ্ধার জানানোর জন্য বেসান্ত নগরে তার বাসভবনে মরদেহ নেওয়া হবে।

অস্কারজয়ী ফিলিস্তিনি পরিচালককে অপহরণ করেছে ইসরায়েল


বিজ্ঞাপন


১৯৬৪ সালের ২৮ ডিসেম্বর মাদুরাই জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবনেই কে. বালাচন্দ্রের ‘পুন্নাগাই মান্নান’ছবিতে প্রথমবার অভিনয়ের সুযোগ পান। এরপর অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের সিনেমা ‘ভেলাইকরণ’ এবং বিজয়ের ‘বদ্রী’তে। অভিনয় ছাড়াও রিয়েলিটি শোতে উপস্থাপক এবং বিচারক দায়িত্ব সামলেছেন।

e1b0QPCb_400x400

অভিনয় ক্যারিয়ারে পাশাপাশি তিনি মার্শাল আর্টস এবং তীরন্দাজ হিসেবে খ্যাতি অর্জন করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত ৪০০ জনেরও বেশি তীরন্দাজকে প্রশিক্ষণ দিয়েছিলেন। ১৯৭৯ সালে রিকার্ভ ধনু এবং ১৯৮০ সালে যৌগিক ধনুকের প্রবর্তন করেছিলেন। তিনি তামিলনাড়ুর আধুনিক তীরন্দাজের পথপ্রদর্শক।

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর