সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই তার বান্ধবী রিয়ার দিকে অভিযোগের আঙুল তুলেছিল তার পরিবার। ফলে বেশ হেনস্তা হতে হয়েছে তাকে। এছাড়া সেসময় মাদক মামলায় ফেঁসে অভিজ্ঞতা হয় ২৭ দিনের জেল জীবনের।
এদিকে সম্প্রতি ভারতীয় আদালতের রায়ে সুশান্তের মৃত্যুকে আত্মহত্যা বলে জানানো হয়েছে। পাশাপাশি রিয়াকে খালাস দেওয়া হয়েছে। এরপরই জেল জীবনের অভিজ্ঞতা ভাগ করতে গিয়ে রিয়া জানান, কারাগারের ৮০ ভাগ নারীই নির্দোষ।
কারাগারের ভেতরের সঙ্গে বাইরের জগতের কোনো মিল নেই বলে জানান অভিনেত্রী। তার কথায়, ‘কারাগারের মধ্যে কোনো সমাজ নেই। তাই বাকি দুনিয়ার থেকে পরিবেশ সম্পূর্ণ আলাদা। তবে কারাগারের ভেতরে সমতা রয়েছে। ওখানে আলাদা করে কোনো পরিচিতি নেই কারও। সবাই এক একটা সংখ্যা সেখানে।’
তদন্ত চলাকালীন যে নারীরা কারাবাসে থাকেন, তাদের বেশির ভাগই নির্দোষ বলে দাবি রিয়ার। অভিনেত্রীর কথায়, ‘আমার অভিজ্ঞতা থেকেই বলছি, অভিযুক্ত নারীদের ৭০ থেকে ৮০ শতাংশ নির্দোষ ছিলেন। বাকি ২০ শতাংশ স্বীকার করতেন যে তারা অপরাধ করেছেন। হয় নিজেকে বাঁচানোর জন্য অপরাধ করেছেন বা অন্য কোনও কারণে।’
রিয়া আরও বলেন, ‘বিচার পেতে অনেকটা সময় লাগে। তাই এই নির্দোষ নারীদেরও প্রয়োজনের তুলনায় বেশি সময় কারাবাসে কাটাতে হয়। কেউ কেউ দোষী প্রমাণিত হওয়ার আগেই সাত-আট বছর কারাবাসে কাটিয়ে দেন।’