পাকিস্তানি ছোটপর্দার অভিনেতা দানিশ তৈমুর বহুবিবাহ কথা প্রচার করে নেটগরিকদের কটাক্ষের শিকার হয়েছেন। সম্প্রতি দেশটির বেসরকারি টিলিভিশনের অনুষ্ঠান ‘মাহফিল-ই-রমাজান’ উপস্থাপনার সময় তিনি বলেন, ‘আল্লাহ চার বিয়ের অনুমতি দিয়েছেন। তাই কেউ এই অধিকার কেড়ে নিতে পারবে না।’
চার বিয়ে করেছি বলে গর্ব হয়, কটাক্ষের শিকার অভিনেতা
এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় বয়ে যায়। শুরু হয়েছিল মিডিয়া ট্রোলিং। এছাড়া পুরুষতন্ত্র ও বহুবিবাহের প্রচারের অভিযোগও উঠেছে অভিনেতার বিরুদ্ধে।
বিজ্ঞাপন
এই ঘটনায় নিজের ইন্সটাগ্রামে এক ভিডিওতে অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য অনুসারীদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। ওই ভিডিওতে অভিনেতা কে বলতে শোনা গেছে, ‘আমি জানি আপনাদের মনে কষ্ট দিয়েছি। ওই দিনের ঘটনায় অনেকেই মনে করেছেন আমার স্ত্রীকে অসম্মান করেছি। তবে আমার এমন কোনো উদ্দেশ্য ছিল না। আমি ইচ্ছা করে ভুলটা করিনি। আমি তাকে অনেক ভালোবাসি। ওইদিন আমার শব্দ চয়নের ভুল ছিল। যা অনিচ্ছাকৃতভাবে ঘটেগেছে।’
ঢাকায় আসছেন পাকিস্তানি গায়িকা আইমা বেগ
বিজ্ঞাপন
অভিনেতা যোগ করেন, ‘আমার ভুলের জন্য দুঃখ প্রকাশ করছি। আমি জানি না, সে না থাকলে আমি বাঁচব কিনা। সোশ্যাল মিডিয়ার সমালোচনায় সে (আয়েজা খান) হতাশ হয়নি বরং হেঁসেছে।’
জট খুলল সুশান্তের মৃত্যুর রহস্যের
বলে রাখা ভালো , ‘রেহাই’, ‘অব দেখ খুদা কেয়া করতা হ্যায়’, ‘দিওয়ানগি’র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন দানিশ। ২০১৪ সালে আয়েজ়া খানকে বিয়ে করেন তিনি। বর্তমানে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
ইএইচ/