সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ঢাকা

চার বিয়ে করেছি বলে গর্ব হয়, কটাক্ষের শিকার অভিনেতা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০২৫, ০৮:৫৫ পিএম

শেয়ার করুন:

loading/img

পাকিস্তানি অভিনেতা দানিশ তৈমুর অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বেশ চর্চায় থাকেন এই অভিনেতা। সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলাপকালে অভিনেতা বলেন, চার বার বিয়ে করেছি বলে গর্ব হয়। এই মন্তব্যের জেরে কটাক্ষের শিকার হয়েছেন অভিনেতা। 

‘কন্যা’ দিয়ে দর্শক মহলে প্রশংসিত সজল


বিজ্ঞাপন


সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে অভিনেতা বলেন, ‘আমি গর্বের সাথে বলতে পারি, আমি চার বিয়ে করেছি। যদিও এই নিয়ে আমি সাধারণত জাহির করি না, সেটা আলাদা বিষয়। কিন্তু এই সম্মান আমাকে আল্লাহ দিয়েছেন। এই সম্মান আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না।’

ayeza-819x1024

বর্তমানে পাকিস্তানি অভিনেত্রী আয়েজা খানের সঙ্গে বৈবাহিক সম্পর্কে রয়েছেন দানিশ। স্ত্রী প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘আমি আয়েজাকে ভালবাসি এবং সম্মান করি। তাই বাকি জীবনটা ওর সঙ্গেই কাটাতে চাই।’

‘তুফানে’র পর ‘বরবাদে’ আরাফাত মহসীন


বিজ্ঞাপন


বহুবিবাহের কথা প্রচার করে তুমুল সমালোচনার জন্ম দিয়েছেন তিনি। পুরুষতন্ত্র ও বহুবিবাহের প্রচারের অভিযোগও উঠেছে অভিনেতার বিরুদ্ধে। 

MEHFIL_E_RAMZANEvery_day_at_3pm_on_@greenentertainment.official_Photography_@syed.riixwan_Wearing_@emraanrajput

দানিশের এই মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং শুরু হয়েছে। ইতিমধ্যে অভিনেতাকে নিয়ে নানা রকমের ‘মিম’-ও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

বলে রাখা ভালো , ‘রেহাই’, ‘অব দেখ খুদা কেয়া করতা হ্যায়’, ‘দিওয়ানগি’র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন দানিশ। ২০১৪ সালে আয়েজ়া খানকে বিয়ে করেন তিনি। বর্তমানে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। 

ইএইচ/

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন