১২ এপ্রিল প্রথমবারের মতো বাংলাদেশে গাইতে আসছেন পাকিস্তানি জনপ্রিয় কণ্ঠশিল্পী আইমা বেগ। রাজধানী ঢাকার সেনা প্রাঙ্গণে ইয়ামাহা মিউজিকের আয়োজনে ‘ওয়ান ট্রু সাউন্ড গ্রান্ড’ কনসার্টে সুরের মূর্ছনায় মাতাবেন তিনি।
বিজ্ঞাপন
গত শনিবার (২২ মার্চ) এক ফেসবুক পোস্টের মাধ্যমে আয়োজক প্রতিষ্ঠান আইমার কনসার্টের বিষয়টি নিশ্চিত করেছে। কনসার্টটি নিয়ে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিগগিরই অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে।
ইয়ামাহা মিউজিকের জ্যেষ্ঠ নির্বাহী আল শাহরিয়ার বলেন, ‘ওয়ান ট্রু সাউন্ডের ব্যানারে দেশের শিল্পীদের নিয়ে আমরা নিয়মিতই কনসার্টের আয়োজন করে থাকি। এবার আয়োজনটি আরও বড় পরিসরে করছি। আইমার সঙ্গে বাংলাদেশের জনপ্রিয় কজন সংগীতশিল্পীও যুক্ত হবেন। শিগগিরই টিকিটের বিস্তারিতসহ সব জানানো হবে।’
রাহাত ফতেহ আলী খানের কনসার্ট ঘিরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা
বিজ্ঞাপন
২০১৬ সালে পাকিস্তানি সিনেমা ‘লাহোর সে আগে’ তে প্রথমবার প্লেব্যাক করেন তিনি। এরপর ‘কালাবাজ দিল’, ‘এহলে দিল’ ও ‘বি-ফিকরিয়ান’ ছবির গানে কণ্ঠ দিয়েছেন। এছাড়াও কোক স্টুডিও পাকিস্তানেও গেয়েছেন আইমা।
বলে রাখা ভালো, আগামী ১১ এপ্রিল ‘মেলোডি আনলিশড’ শিরোনামের একটি কনসার্টে গাইবেন পাকিস্তানের আরেক জনপ্রিয় শিল্পী মুস্তাফা জাহিদ।
ইএইচ/