উপমহাদেশের প্রেক্ষাপটে কন্যাসন্তানকে পরিবারের বোঝা মনে করা হয়। যদিও পরিস্থিতি এখন অনেকটা বদলেছে। কন্যাসন্তানের প্রতি মানুষের অনীহা কেটে গেছে।
তবে কন্যাসন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য করায় নেটিজেনদের রোষানলে পড়েছেন পকিস্তানি অভিনেত্রী সাহিবা আফজাল। তাদের সঙ্গে যোগ দিয়েছেন, দেশটির অনেক জনপ্রিয় তারকাও।
বিজ্ঞাপন
অভিনেতা স্বামী আফজাল খান ও দুই ছেলেকে নিয়ে নিদা ইয়াসিরের সেহরি শো ‘গুডমর্নিং পাকিস্তানে’ অংশ নিয়েছিলেন সাহিবা। সেখানে তিনি বলেন, ‘আমি কখনও কন্যাসন্তান চাইনি। সৃষ্টিকর্তা আমাকে দুই ছেলে দেওয়ায় নিজেকে সৌভাগ্যবান মনে করি।’
কন্যাসন্তান নিয়ে এমন মন্তব্যের ব্যাখ্যাও দেন সাহিবা। তিনি জানান, সমাজে মেয়েদের স্বায়ত্তশাসন না থাকায় ছেলে সন্তান চেয়েছিলেন সবসময়।
সাহিবা বলেন, ‘এই বিশ্বে মেয়েদের কোনো স্বায়ত্তশাসন নেই। তাই তারা সবসময় নিজেদের ভাগ্য নিয়ে ভয়ে থাকেন। আমি ছেলে চেয়েছিলাম। আল্লাহর কাছে কৃতজ্ঞ যে, তিনি আমাকে কন্যাসন্তান দেননি। কারণ, কন্যারা অনেক চাপ সহ্য করে। তারা নিজেদের মতো করে বাঁচতে পারে না। প্রথমে বাবা-মায়ের চাপ। তারপর স্বামীর চাপ। তাদের নিজের কোনো ইচ্ছা নেই। মেয়েদের নিজস্ব কোনো জীবন নেই।’
বিজ্ঞাপন
এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই সমালোচনার মুখে পড়েন সাহিবা। অনেকে বলছেন, সাহিবা ভুল ধারণার মধ্যে আছেন। সৃষ্টিকর্তার করুণা কখনও বোঝা নয়।
আরএসও