বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ঢাকা

সালমান কি রাজনীতিতে নামছেন 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৫, ০২:২৭ পিএম

শেয়ার করুন:

loading/img

বলিউড অভিনেতা সালমান খান বর্তমানে ব্যস্ত সময় পার করছেন মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘সিকান্দার’-এর প্রোমশন নিয়ে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে খবর ছড়িয়েছে নিরাপত্তা জনিত কারণে সংক্ষিপ্ত করেছেন ছবির প্রমোশন। কিছুদিন আগেও মুম্বাইয়ের বাড়িতে হামলা চালিয়েছিল সন্ত্রাসীরা। এবার সামাজ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ছবি নিয়ে জোর গুঞ্জন বিজেপির রাজনীতিতে নাম লেখাচ্ছেন বলিউড ভাইজান।

1742714378_salman-3-ezgif.com-webp-to-jpg-converter


বিজ্ঞাপন


ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে অনুযায়ী, গত শনিবার মুম্বাইয়ের এমসিএ ক্রিকেট স্টেডিয়ামে ‘যক্ষ্মামুক্ত ভারত’ অভিযান প্রচারের জন্য একটি বিশেষ ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন একাধিক বলিউড তারকা এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। এই ইভেন্টে উপস্থিত ছিলেন সালমান খানও।

প্রাণনাশের হুমকি মাথায় নিয়ে বাবার জন্য যা করলেন সালমান 

এছাড়াও একই মঞ্চে ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তারপাশেই হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেছে অভিনেতাকে। অনুষ্ঠানের এক পর্যায় বলি তারকাকে কাছে টেনে নিয়ে ছবি তোলেন বিজিপির এই নেতা। মুহূর্তেই সেই ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তারপর থেকে বিভিন্ন মহলে জোর চর্চা বিজেপির রাজনীতিতে যুক্ত হচ্ছেন ভাইজান!   

sinde-ezgif.com-webp-to-jpg-converter


বিজ্ঞাপন


তবে তিনি রাজনীতিতে যোগ দেবেন কিনা, তা নিয়ে কোনো মন্তব্য করেননি ভাইজান। তবে তাদেরকে এক সঙ্গে দেখে রাজনৈতিক মহলে এবং ভক্তদের মধ্যে নতুন জল্পনা শুরু হয়েছে।

নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সালমান-আনিসুল-পলকদের

সালমান ছাড়াও ওই অনুষ্ঠানে অতিথি হয়ে গিয়েছিলেন অভিনেতা অর্জুন কপুর, অর্জুন রামপাল, সুনীল শেঠি এবং সাংসদ সুপ্রিয়া সুলে।

ইএইচ/ 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর