শনিবার, ২২ মার্চ, ২০২৫, ঢাকা

প্রাণনাশের হুমকি মাথায় নিয়ে বাবার জন্য যা করলেন সালমান 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৪, ১১:৪৮ এএম

শেয়ার করুন:

প্রাণনাশের হুমকি মাথায় নিয়ে বাবার জন্য যা করলেন সালমান 

প্রাণনাশের হুমকি মাথায় নিয়ে ছুটছেন সালমান খান। কখনও বাড়িতে ছোড়া হচ্ছে গুলি আবার কখনও আসছে উড়ো চিঠি। মারা পড়ছেন তার ঘনিষ্ঠ মানুষও। এতকিছুর মধ্যেও বাবার প্রতি দায়িত্ব পালনে পিছপা হলেন না এ তারকা। 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাবা সেলিম খানকে দামি এক গাড়ি কিনে দিয়েছেন সালমান। ১.৫৭ কোটি রুপি মূল্যের সে গাড়ি ভাইজানের গ্যালাক্সির সামনে দেখা গেছে।

salman-khan-father-salim-khan-received-threat-from-women

শুধু সালমান নন, তার বাবার ওপরও ক্ষোভ রয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের। ছেলের পক্ষে কথা বলার কারণেই এই রাগ। কিছুদিন আগে দেওয়া এক সাক্ষাৎকারে সালমানকে নিরপরাধ দাবি করেছিলেন সেলিম খান।

তিনি বলেছিলেন, ‘যে কারণে সালমান বারবার প্রাণনাশের হুমকি পাচ্ছে, সে ঘটনার সঙ্গে সালমান যুক্ত না। সালমান অন্তত আমাকে মিথ্যা কথা বলবে না। কৃষ্ণসার হরিণ সালমান শিকার করেননি। আমার ছেলে পশু-পাখিদের খুবই ভালোবাসে।’

699807-salimcopy-1398351380

আরও বলেছিলেন, ‘এমন কাজ সে করতে পারেই না। তাই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছে বিনা কারণে ক্ষমা চাইবে কেন? আমার মনে হয় এই বিষয়টা একটু ভেবে দেখা দরকার।’এ ঘটনার পর থেকেই সেলিম খানের ওপর চটেছেন লরেন্স। সেকারণেই কি বাবার নিরাপত্তায় নতুন গাড়ি আনালেন ভাইজান— মেলেনি উত্তর।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর