মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

‘টক্সিক’ ছবির জন্য কত পারিশ্রমিক নিচ্ছেন কিয়ারা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০২৫, ০৬:১৭ পিএম

শেয়ার করুন:

loading/img

কন্নড় সুপারস্টার যশ ও বলি তারকা কিয়ারা আদভানি অভিনীত ‘টক্সিক’ছবি নিয়ে বেশ আলোচনা হচ্ছে দর্শকমহলে। ভিন্নধর্মী গল্প ও তারকাবহুল কাস্টিংয়ের কারণে আলোচনায় এসেছে সিনেমাটি। এ ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে একাধিক বলিউড তারকাকে। দুইশো কোটি রুপির বাজেটের ছবিতে অভিনয়ের জন্য কত কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন কিয়ারা।

সিদ্ধার্থকে ভুলে রাম চরণে মজেছেন কিয়ারা!


বিজ্ঞাপন


Kiara-Advani-5

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মোটা অঙ্কের পারিশ্রমিক পেয়েছেন অভিনেত্রী। সাম্প্রতিক সময়ে দক্ষিণী চলচ্চিত্রে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রীদের মধ্যে অন্যতম তিনি। তবে পেছেন ফেলতে পারেনি বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে। 

যমজ সন্তান জন্ম দিতে যাচ্ছেন কিয়ারা! 

প্রতিবেদন থেকে জানা গেছে, কিয়ারা এই ছবির জন্য ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। সাম্প্রতিক বছর গুলোতে অভিনেত্রীর ব্যবসা সফল সিনেমা এবং জনপ্রিয়তার ওপর ভিত্তি করে নির্ধারিত হয়েছে পারিশ্রমিক। 


বিজ্ঞাপন


Kiara-Advani-2
ওই প্রতিবেদন থেকে আরও জানা গেছে , পরিচালক এসএস রাজামৌলির পরবর্তী ছবি SSMB29’র ছবির জন্য প্রিয়াঙ্কা চোপড়া পারিশ্রমিক নিচ্ছেন ৩৫ কোটি রুপি। অন্যদিকে দীপিকা পাড়ুকোন ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির জন্য ২৩ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন।

Untitled-1

বলে রাখা ভালো,‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ ছবিটি কন্নড় এবং ইংরেজি দুই ভাষাতে মুক্তি পাবে। এ ছবিতে কিয়ারা- যশ ছাড়াও দেখা যাবে নয়নতারা, হুমা কুরেশী,  ড্যারেল ডি’ সিলভা এবং অক্ষয় ওবেরয়ও প্রমুখ। ছবিটি এপ্রিলে মুক্তি পাওয়ার কথা থাকলে বিভিন্ন জটিলতার কারণে মুক্তির তারিখ পেছানো হয়েছে। 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub