সংসারে খুশির ফোয়ারা ছুটছে কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার। কেননা প্রথমবারের মতো মা-বাবা হতে চলেছেন এই বলিউড তারকা দম্পতি। এর আগে এক সাক্ষাৎকারে সে ইঙ্গিত দিয়েছিলেন কিয়ারা নিজেই।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি কিয়ারা মা হওয়ার ঘোষণা দিতেই পুরনো ওই সাক্ষাৎকারের ভিডিও সামনে এসেছে। সেখানে কিয়ারাকে জিজ্ঞেস করা হয়, ‘যদি তোমার যমজ সন্তান হয়, তবে কী চাও? দুই মেয়ে, দুই ছেলে, নাকি এক ছেলে এক মেয়ে?’
উত্তরে কিয়ারা বলেন, ‘আমি কেবল দুটি সুস্থ সন্তানের জন্ম দিতে চাই যা স্রষ্টা আমাকে উপহার দেবেন।’
এদিকে ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কারিনা কাপুর, অক্ষয় কুমার প্রমুখ। কিয়ারার কথা শুনে মজার ছলে কারিনা বলেন, ‘তুমি সেরার মুকুট পাবে।'
এরপর হাসির খোরাক যোগাতে কারিনা জানান, কিয়ারার কথা শুনে মনে হচ্ছে মিস ইউনিভার্সের প্রতিযোগিতায় এই উত্তর দিচ্ছেন তিনি। তা শুনে কিয়ারা জানান তিনি এক মেয়ে ও এক ছেলে চান।
ভিডিওটি নতুন করে ছড়িয়ে পড়তেই অনেকে মনে করছেন যমজ সন্তান জন্ম দিতে যাচ্ছেন কিয়ারা। কেউ লিখেছেন, ‘যদি তার যমজ সন্তান হয়, তাহলে তা খুবই মজার হবে।’অন্য একজনের কথায়, ‘তার সুস্থ গর্ভাবস্থা এবং সুন্দর, সুস্থ যমজ সন্তানের জন্য শুভকামনা করি।’ অনুরাগীরা শুভকামনা জানিয়েছেন নায়িকাকে।